উঠবে দুর্দান্ত সেলফি! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, এবার জলের দরে স্মার্টফোন লঞ্চ করছে Poco

বাংলা হান্ট ডেস্ক: প্রায়দিন নিত্য রকমের স্মার্ট ফোনের (Smartphone) মডেল লঞ্চ হচ্ছে বাজারে। কিন্তু কোনটা খারাপ কোনটা ভালো সেটা বুঝবেন কি করে? অবশ্যই সমস্ত ডিটেলস ক্রেতারা দোকানেই জানিয়ে দেন। এখন তো আবার অনলাইনের যুগ সেখানেও সমস্ত বিস্তারিত দেওয়া থাকে। কিন্তু এত রকমের মডেল দেখে বিভ্রান্তিতে পড়েন অনেকেই। তাই বিভ্রান্তি এড়িয়ে বেছে নিতে পারেন নিঃসন্দেহে এই স্মার্টফোন। আপনার যদি ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এটাই আপনার জন্য হতে পারে বেস্ট মডেল। খুব শীঘ্রই বাজারের লঞ্চ করতে চলেছে Poco-এর এই বিশেষ মডেল। দাম এবং ফিচার দেখে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য।

বাজারে আসতে চলেছে POCO-র নতুন স্মার্টফোন (Smartphone):

জানা যাচ্ছে একটি মডেল নয় একই সাথে স্মার্টফোনের (Smartphone) দু’টি মডেল লঞ্চ করতে চলেছে Poco। একটি হচ্ছে Poco X7 Pro, আরেকটি হচ্ছে Poco X7। দুটিই মডেল একে অপরকে টক্কর দেওয়ার মত। গ্যাজেটপ্রেমীদের কাছে এই দুটি ভার্সনের মোবাইল হতে পারে সেরা। Poco-র নির্দেশিকা অনুযায়ী, এই স্মার্ট ফোন দু’টি ভারতে লঞ্চ হবে আগামী ৯ জানুয়ারি। এরপরই সকলে কিনতে পারবেন। তবে কেনার আগে জেনে নিন দুটি মডেলের ফিচার্স সম্পর্কে।

Poco New smartphone models is going to be launched very soon

Poco X7 Pro-র সুবিধা কি কি? জানা গিয়েছে, গত সপ্তাহে চিনের বাজারে Redmi Turbo লঞ্চ হয়েছে। Poco X7 Pro ওই মডেলটিরই রিব্র্যান্ড ভার্সন। এতে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৪০০ আলট্রা চিপসেট। ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি। এটি মূলত ওলেড ডিসপ্লে। আরও জানা যাচ্ছে, Poco X7 Pro ভারতের প্রথম স্মার্টফোন (Smartphone) যাতে রয়েছে হাইপার ওএস ২.০।

আরও পড়ুনঃ বাংলায় মুসলিম জনসংখ্যা কত শতাংশ? শুভেন্দু অধিকারী যা বললেন … তোলপাড় রাজ্য!

শুধু তাই নয় সেই সাথে এই মডেলটির ক্যামরাতেও রয়েছে আকর্ষণ। ব্যাক ক্যামেরার মেগাপিক্সেল সম্পর্কে জানা না গেলেও, ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল সম্পর্কে জানা গিয়েছে। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ২০ মেগাপিক্সেলের সুবিধা। সেলফিপ্রেমীরা চোখ বন্ধ করে এটি কিনতে পারেন। এছাড়াও Poco-র তরফ থেকে জানানো হয়েছে, এটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫-র উপর ভিত্তি করে। স্মার্টফোনটির (Smartphone) ব্যাটারি হবে ৬৫০০ mAh, আর রয়েছে ৯০ ওয়াটের চার্জিংয়ের সুবিধা। অর্থাৎ সবমিলিয়ে দুর্দান্ত সব ফিচারে ভর্তি এই Poco X7 Pro।

Poco X7 এর কি কি সুবিধা রয়েছে: যতদূর জানা গিয়েছে, Poco X7-এ থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই সঙ্গে ৬.৬৭ ইঞ্চির অ্যামোল্ড ডিসপ্লে। যা জল ধুলো বালির হাত থেকে রক্ষা করবে। শুধু তাই নয়, স্ক্রিনে থাকছে HDR10+ সাপোর্ট। এছাড়াও সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন লেয়ারও থাকবে। চার্জিং ক্যাপাসিটির সুবিধা রয়েছে Poco X7 Pro-র মত।

আরও পড়ুনঃ স্কুল অতীত, এবার কলেজে নিয়োগ দুর্নীতি! ফের তোলপাড় রাজ্য

দুটি মডেলের দাম কত? Poco-র এই দুটি স্মার্টফোন (Smartphone) লঞ্চ হবে ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। লঞ্চের পর অনলাইন থেকে এই দুটি মডেল কেনা যাবে। তবে এদের দাম সম্পর্কে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে Poco-র তরফে জানানো হয়েছে, Poco X7-র দাম হবে কুড়ি হাজার টাকার কম এবং Poco X7 Pro-র দাম হবে ৩০ হাজার টাকার কম।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর