বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ট্রেন বা বিমান যাত্রা পর অবসন্ন শরীর চাইছে বিশ্রামের একটা ঠিকানা। এবার যাত্রীদের সুলভ মুল্যে কিছুটা সময় জিরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে অভাবনীয় উদ্যোগ নিল মেট্রো রেল (Metro) কর্তৃপক্ষ। সামান্য কিছু অর্থ ব্যয় করলেই অত্যাধুনিক সুযোগ-সুবিধার মধ্যেই মিলবে ক্লান্ত শরীরকে শান্ত করার সুযোগ। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে থাকার হোটেল বা গেস্ট হাউসের সন্ধান করতে লেগে যায় বেশ খানিকটা সময়।
মেট্রো (Metro) স্টেশনে পড হোটেল
ক্লান্ত-অবসন্ন শরীর সেই সময়টায় চায় ক্ষণিকের বিশ্রাম। তাই যাত্রী সুবিধার্থে পড হোটেল তৈরি করে ফেলল মেট্রো রেল কর্পোরেশন। মাত্র ৪০০ টাকা দিলেই পড হোটেলে পেয়ে যাবেন বিশ্রামের সুযোগ। পরিষ্কার-পরিচ্ছন্ন বিছানা থেকে ওয়াইফাই, যাত্রীদের অবসর যাপন স্বাচ্ছন্দ্যময় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমনকি পড হোটেলের (Pod Hotel) নির্দিষ্ট জায়গায় রয়েছে খেলাধুলার সুবিধাও।
আরও পড়ুন : ‘এটা BJP করিয়েছে’! ২৬,০০০ চাকরি বাতিল হতেই ফুঁসে উঠলেন মমতা! আর কী বললেন মুখ্যমন্ত্রী?
শুধু তাই নয়, বিশেষ লকারের ব্যবস্থাও করা হয়েছে মালপত্র রাখার জন্য। রয়েছে টিপটপ স্নানাগার। এবার নিশ্চয়ই ভাবছেন অত্যাধুনিক এই সুবিধা কোন মেট্রো (Metro) স্টেশনে গেলে পাবেন? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলার কোন মেট্রো স্টেশনেই এখনও পর্যন্ত এই পরিষেবা চালু হয় নি। নয়াদিল্লি মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য এই সুযোগ মিলবে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লির বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন নয়াদিল্লি মেট্রো।
আরও পড়ুন : ‘সুপ্রিম’ নির্দেশ সত্ত্বেও মমতা বললেন ‘কোনও টাকা ফেরত দিতে হবে না!’, তোলপাড় রাজ্য
এই নয়াদিল্লি মেট্রো স্টেশন থেকে ট্রেন বদল করেন হলুদ লাইন এবং এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের যাত্রীরা। তাই স্বাভাবিকভাবেই নয়াদিল্লি মেট্রো স্টেশনে (Metro Station) যাত্রীসংখ্যাও থাকে অনেকটাই বেশি। দীর্ঘ যাত্রার পর যাত্রীরা যদি কিছুটা সময় বিশ্রাম করতে চান তাহলে চলে আসতে পারেন পড হোটেলে। আলাদাভাবে একজনের থাকার বিছানা রয়েছে পড হোটেলে। মাত্র ৪০০ টাকা দিলেই অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ কিছুটা সময় বিশ্রামের সুযোগ পাবেন যাত্রীরা।
যারা কর্মসূত্রে বা বেড়াতে দিল্লি যাবেন তারা থাকতে পারেন পড হোটেলে। বিমানবন্দর থেকে যারা রাজধানীর উদ্দেশ্যে আসেন তারা নয়াদিল্লি মেট্রো স্টেশনে এসে লাইন পরিবর্তন করেন। আবার নিউদিল্লি মেট্রো স্টেশনের সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক দর্শনীয় স্থান। তাই এই মেট্রো স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানীর বুকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই দেশের প্রথম মেট্রো স্টেশনে পড হোটেল পরিষেবা শুরু করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (Delhi Metro Rail Corporation)।