ইমরানের পার্টি নামলো হিংসায়, বিরোধীরা বললো ‘ভারতকে ডাকবো, আপনাদের থেকে ওরা ভালো’

বাংলাহান্ট ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরে (pakistan occupied kashmir) বিধানসভা নির্বাচনের সময় ইমরান খানের (imran khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে ২ জন ব্যক্তি মারা যান এবং বিরোধীদের বেশ কয়েকজন আহতও হন। এই সংঘর্ষের মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের দেশেরই এক ব্যক্তি দাবি করেছিলেন, ‘আপনার থেকে ভারত অনেক ভালো, প্রয়োজনে তাঁদের ডাকব’।

পাক অধিকৃত কাশ্মীরে ৪৫ আসনে নির্বাচন করাচ্ছে পাক সরকার। সেখানে ইমরান খানের দল পিটিআই, নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি একে অপরের প্রতিদ্বন্ধি। তবে এই নির্বাচনে ইমরান খানের দলের লোকেরা অবৈধভাবে ভোটকেন্দ্র দখল করেছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচনের সময় পাক প্রশাসন এবং পিটিআই কর্মীদের অত্যাচারের অতিষ্ট হয়ে নওয়াজ শরীফের দলের প্রার্থী যিনি LA35 আসনের জন্য লড়াই করছিলেন সেই ইসমাইল গুজ্জর বলেন, ‘সরকারের এখনই এই সংঘর্ষ থামানো দরকার, নাহলে এখানকার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এরকমই হতে থাকলে, এখানকার অনেক লোক মারা যাবেন। আমাদের কি নির্বাচনে অংশ নেওয়ার কোন অধিকার নেই? আর আপনারা যদি এরকমই আচরণ করেন, তাহলে আমাকে ভারতকে ডাকতে হবে। আপনি যা করেছেন, ওঁরা তো আর সেই কাজ করবে না’।

সূত্রের খবর, পিওকের কোটলি জেলার একটি ভোটকেন্দ্রে পাকিস্তান পিপলস পার্টির কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইমরান খানের দল পিটিআই-র দুই কর্মী মারা গিয়েছেন। আবার পিটিআই সদস্যরা কোটলীর চরহোয়ীর নর থানা এলাকার অন্তর্গত একটি পোলিং বুথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর