বড় খবর! “PoK আমাদের নয়”, ইসলামাবাদ হাইকোর্টে জানাল পাক সরকার, তুমুল শোরগোল পড়শি দেশে

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ (Nawaz Sharif) সম্প্রতি স্বীকার করেছিলেন যে, ১৯৯৯ সালে ভারতের (India) সাথে চুক্তি ভঙ্গ করেছিল পাকিস্তান। এমতাবস্থায়, এবার পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ PoK (Pakistan-Occupied Kashmir) নিয়ে নয়া বিবৃতি দিল পাক সরকার। মূলত, পাক অধিকৃত কাশ্মীরের কবি এবং সাংবাদিক আহমেদ ফরহাদ শাহের দু’সপ্তাহ ধরে নিখোঁজ থাকার বিষয়ে শুনানি চলাকালীন পাকিস্তান সরকার জানিয়েছে যে, পাক অধিকৃত কাশ্মীর তাদের অংশ নয়। বরং এটি একটি বৈদেশিক অঞ্চল। এদিকে, সরকারের এহেন বক্তব্য শুনে রীতিমতো চমকে গিয়েছেন পাকিস্তানের জনগণ।

উল্লেখ্য যে, গত শুক্রবার (৩১ মে) ইসলামাবাদ হাইকোর্ট কাশ্মীরি কবি আহমেদ ফরহাদের খোঁজ সংক্রান্ত মামলা বাতিল করার আবেদন প্রত্যাখ্যান করেছে এবং প্রথমে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। জানিয়ে রাখি যে, আহমেদ ফরহাদ গত ১৪ মে রাওয়ালপিন্ডি থেকে নিখোঁজ হয়েছিলেন। তার একদিন পরে তাঁর স্ত্রী উরুজ জয়নব তাঁকে খুঁজে পেতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেছিলেন।

   

“PoK আমাদের নয়”: এদিকে, এই মামলায় ইসলামাবাদ থেকে অপহৃত কবি আহমেদ ফরহাদের বিষয়ে সরকারের পক্ষে ছিলেন ফেডারেল প্রসিকিউটর জেনারেল (সরকারি আইনজীবী)। তিনি আদালতে বলেন, “আহমেদ ফরহাদকে ইসলামাবাদ আদালতে পেশ করা যাবে না। কারণ PoK আমাদের নয়। এটি একটি বৈদেশিক অঞ্চল।” এরপরে, হাইকোর্টও সরকারি আইনজীবীর দাবিতে অবাক হয়ে যায় এবং জানায় যে, “PoK যদি বৈদেশিক অঞ্চলের মধ্যে থাকে তাহলে পাকিস্তান থেকে পাকিস্তানি রেঞ্জাররা সেখানে প্রবেশ করল কি করে?”

এমতাবস্থায়, সরকারি আইনজীবীর দাবিতে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানের এক সাংবাদিক এক্স-এ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “সরকারি আইনজীবীর এই দাবি আজাদ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আজাদ কাশ্মীর যদি আমাদের না হয় তাহলে বিদেশি এলাকায় কিভাবে পাকিস্তানি সেনা মোতায়েন করা হল।”

"PoK is not ours", Pakistan government told Islamabad High Court.
কবি এবং সাংবাদিক আহমেদ ফরহাদ শাহ

“PoK পুলিশের হেফাজতে কবি ফরহাদ”: বিদ্রোহী কবিতার জন্য বিখ্যাত ফরহাদকে বাড়ি থেকে অপহরণ করা হয়। এর আগে গত বুধবার (২৯ মে), অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান হাইকোর্টে বলেছিলেন যে কবি ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুলিশের হেফাজতে রয়েছেন। PoK পুলিশ জানিয়েছে যে কবি ফরহাদ তাদের হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে ধীরকোট এলাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নিশ্চিন্তে উঠেছিলেন ট্রেনের AC কোচে! তারপরেই যা ঘটল….সারাজীবন থাকবে মনে

ইসলামাবাদ হাইকোর্টে শুনানি হয়: শুক্রবার কবির স্ত্রী জয়নাবের আইনজীবীদের উপস্থিতিতে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মহসিন আখতার কায়ানি মামলার শুনানি করেন। সেই সময় সরকারের পক্ষে উপস্থিত হয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার ইকবাল আদালতকে বলেন, ফরহাদ ২ জুন পর্যন্ত হেফাজতে রয়েছেন এবং তাঁকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এরপর ইকবাল বেআইনি কারাদণ্ডের মামলা শেষ করতে আদালতের কাছে আবেদন জানান।

আরও পড়ুন: চিনের এই কেলেঙ্কারিতে শোরগোল গোটা বিশ্বে! শাস্তির পাশাপাশি এবার দিতে হবে বিপুল অঙ্কের জরিমানা

আদালতে কি জানিয়েছেন ফরহাদের আইনজীবী: ফরহাদের আইনজীবী জানিয়েছিলেন যে, কবির পরিবার PoK-র ধীরকোট থানায় গিয়েছিল। কিন্তু তিনি সেখানে ছিলেন না। পরে পরিবারের পক্ষ থেকে বলা হয়, কবিকে তদন্তের জন্য মুজাফফরাবাদে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, শুনানির পর বিচারপতি কায়ানি মামলা শেষ করার আবেদন খারিজ করে দেন এবং বলেন, ফরহাদকে যেদিন আদালতে হাজির করা হবে সেদিনই মামলা শেষ হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জুন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর