দিন দিন PoK এর আজাদীর দাবি বেড়ে চলেছে, চিন্তায় ইমরান খান বাড়াচ্ছে সেনা

Published On:

মোদী সরকার ক্ষমতায় রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশন মুডে রয়েছেন। যারফলে রীতিমতো চাপে পাকিস্তান সরকার। আগত ভবিষ্যতে পাকিস্তানের অস্তিত সংকটে পড়তে চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি পাকিস্তান দেশ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বার বার ধাক্কা পাওয়া সত্ত্বেও, পাকিস্তান তার নিন্দিত কর্মকাণ্ড বন্ধ করার নাম নিচ্ছে না। পাকিস্তান এখনও এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পাকিস্তানের সরকার এই ভয়ে সশস্ত্র রয়েছে যে, POK তাদের হাত থেকে চলে যেতে পারে। পাকিস্তানের সরকারের উপর POK ইস্যুতে চাপ বৃদ্ধি হতে শুরু হয়েছে। POK এর জনগণ এবার পাকিস্তান থেকে আজাদি চাইতে শুরু করেছে। দিন প্রতিদিন এই দাবি তীব্র হয়ে উঠছে।

File pic

 

পাকিস্তান সরকার বলেছে যে, এমন কোনো দাবিকে মেনে নেওয়া যাবে না। এই কারণে POK এর জনগণের উপর নান নিষেধাজ্ঞা লাগতে শুরু হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজনের দাবিকে দমন করার জন্য পাকিস্তান সরকার কড়া নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে। অবশ্য আগে পাকিস্তান দাবি করতো যে পাক অধিকৃত কাশ্মীর স্বাধীন। কিন্তু এখন পাক সরকার সম্পূর্ণভাবে POK তে নিজেদের দাপট দেখতে শুরু করেছে।

নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, POK তে আন্দোলন লাগাতার তীব্র হচ্ছে। বহু মানুষ পাকিস্তানের সেনার অত্যাচার নিয়ে মুখ খুলেছে। ভারত POK দখল করে নিতে পারে এই চিন্তায় পাকিস্তান তাদের সেনা সংখ্যা বৃদ্ধি করেছে। POK নিয়ে ভারতও দৃঢ় সঙ্কল্প নিয়েছে। ভারত সরকার POK ভারতে একীকারণ করবে তার সঙ্কেত পাওয়া গেছে। সুব্রামানিয়াম স্বামী বলেছেন আগামী ১ বছরে POK ভারতের সাথে যুক্ত হবে। POK এর মধ্যে গিলগিট বালতিস্তানও পড়ে। আর এই গিলগিট বাল্টিস্তান ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

File pic

 

যদি ভারতকে বিদেশী আক্রমন থেকে রক্ষা করতে হয় তবে এই এলাকাটি ভারতের অন্তর্ভুক্ত করা অতি আবশ্যক। শুধু এই নয়, এখানে খনিজ কাঁচামাল এর বিশাল ভান্ডার রয়েছে। যার জন্য চীন ওই এলাকাটিকে দখল করার পরিকল্পনাও করেছিল। POK ভারতের হাতে চুপচাপ তুলে দিল পাকিস্তান যুদ্ধ থেকে বেঁচে যাবে বলে মত প্রকাশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী। অর্থাৎ যদি পাকিস্তান POK না ছাড়ে তবে সৈন্য শক্তি প্রয়োগ করে তা আবার ভারতে একীকরন করা হবে তার ইঙ্গিত দেন মোদী সরকারের মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে হস্তান্তর করা পাকিস্তানের স্বার্থে হবে।

X