নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরের প্রায়ই পাক সরকারের বিরুদ্ধে গলা তোলে সেখানকার মানুষজন। সেনা নামিয়ে সেই ক্ষোভ বহুদিন ধরেই চাপা দেওয়ার চেষ্টা করে আসছে পাক সরকার।সম্প্রতি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই নিজেকে কাশ্মীরের মানুষদের কাছে বড় করে তুলে ধরতে কোনও চেষ্টাই বাকি রাখেনি ইমরান খান। এর মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ই তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তার অবস্থান কোথায়।
শুক্রবার পাক অধিকৃত কাশ্মীর এ এক জনসভা করেন ইমরান খান। সেখানে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে, এবং ভারত সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দেন তিনি। জম্মু ও কাশ্মীরের মানুষদের জন্য কণ্ঠ জোর করার কথা ও বলেন তিনি। তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরের মানুষদের ওপরে অত্যাচার করছে ভারত। ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রতিটি প্লাটফর্মে তা তুলে ধরা হবে।” এবং এইসব সে সব শুনে জনতা উল্টে গো ব্যাক নিয়াজি স্লোগান দিতে থাকেন।শুধু তাই নয় এদিন জনাতার মধ্যে থেকে আওয়াজ ওঠে, কাশ্মীর বনেগা হিন্দুস্থান, কাশ্মীর কো আজাদ করো, গো ব্যাক ইমরান। সুতরাং বোঝাই যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর এর ইচ্ছা কী।