নিজের সন্তানকে খেয়ে ফেলল মেরুভল্লুক, সহ্য করতে পারল না খিদের জ্বালা

বাংলাহান্ট ডেস্কঃ খিদের (Hungry) জ্বালায় খেয়ে ফেললেন তাঁর ছোট শিশুটিকে। ভয়ঙ্কর এই ঘটনা শুনে বিস্ময়ে অবাক হয়েগেছেন বিশেষজ্ঞরা। খাবারের অভাবে মা মেরুভল্লুক (Polar bear) খেয়ে ফেলল তাঁর নিজের সন্তানকেই। প্রাণী-বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে একদিন গোটা প্রজাতিটাই শেষ হয়ে যাবে।

images 63

বিজ্ঞানী ও গবেষকরা মতে, এই নৃশংসতম ঘটনার জন্য দায়ী মানুষ। সম্পগ্র পৃথিবীজুড়ে মানুষের তুমুল অত্যাচার কারনেই প্রকৃতি (Nature) ধ্বংসের পথে। মানুষের হিংসাত্মক কর্মকান্ডের জেরেই ক্ষতগ্রস্ত হচ্ছে পরিবেশ। যার প্রভাব পড়ছে পশুপাখিদের ওপরেও। মেরুপ্রদেশও ছড়িয়ে পড়েছে সেই হিংসাত্মক আঁচ। সমুদ্রের বরফে ভেসে ভেসে শিকার করে শিলমাছের (Silmas) মাংস খায় মেরুভল্লুক। কিন্তু গত কয়েক বছরে হু হু করে মেরুপ্রদেশের বরফ গলে গেছে এবং আর্কটিক সমুদ্রের বরফের পরিমাণও কমে গেছে। যার ফলে ক্রমেই তীরের দিকে চলে আসছে মেরুভল্লুকরা। এই বরফের অভাবে শিলমাছেদের প্রজনন কমে যাওয়ায়, চরম খাদ্যসঙ্কটে পড়েছে মেরুভল্লুকরা। খাবারের জ্বালায় অস্থির হয়ে পড়োছে তারা।

সাধারণ ভালুকেরা শিকার করে বরফের নীচে মাংস লুকিয়ে রাখে। কিন্তু বর্তমানে মেরুভল্লুকদের মধ্যেও এই ধরণের প্রবণতা দেখা গেছে। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের টিকিয়ে রাখতে স্বভাবও পাল্টে ফেলেছে তারা, যা গোটা প্রজাতির পক্ষে অশনিসঙ্কেত বলে মনে করছেন প্রাণী-বিশেষজ্ঞরা। যার ফলে ক্ষতগ্রস্ত হচ্ছে মেরুপ্রদেশের প্রাণীকুল।

636663885399916990 A01 POLAR BEAR 15 20439407

বিজ্ঞানীরা বলছেন, মেরুভল্লুক মাংসাশী প্রাণী। কিন্তু খিদের জ্বালায় নিজের সন্তানকে খেয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। মস্কোর (Moscow) পোলার বিয়ার বিশেষজ্ঞ ইলিয়া মর্ডভিন্টসেভ জানাচ্ছেন, “পোলার বিয়ার অর্থাৎ মেরুভল্লুক একধরনের শিকারি এবং মাংশাসী প্রাণী। কিন্তু খিদের জ্বালায় নিজের সন্তানকে খেয়ে নেওয়ার এই সত্যি বিস্ময়কর। যদিও এর আগে পুরুষ পোলার বিয়ার খাবারের অভাবে স্ত্রী পোলার বিয়ারকে অনেকবার আক্রমণ করেছে। এই ঘটনা বেশ কয়েক দিন ধরেই শোনা গেছে। এমনকি ছানা পোলার বিয়ারকেও খাবারের প্রয়োজনে আক্রমণ করছিল বড় পোলার বিয়ার। তবে স্বজাতির মাংস খাওয়ার জন্য যে তারা আক্রমণ করছিল, সে বিষয়ে আমরা জানতাম না”।

 

Smita Hari

সম্পর্কিত খবর