বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে প্রাণ হারালেন পোলবার (polba) নির্যাতিতা কিশোরী। টানা ৪০ দিন লড়াইয়ের পর বৃহস্পতিবার হাসপাতালেই প্রাণ হারালেন কিশোরী। ১৪ বছরের ওই কিশোরীর ধর্ষণ (Rape) কান্ডে মূল অভিযুক্ত তৃণমূল (tmc) নেতা বরুণ সাঁতরার ছেলে অভিযুক্ত সুমন সাঁতরা পুলিশি হেফাজতে গেলেও, অধরা রয়েছে এখনও দুই অভিযুক্ত।
বিজেপি (bjp) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল এদিন কিশোরীর মৃত্যুর পর সন্ধ্যায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পোলবার যান। সেখানেই গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন শুক্রবার পোলবার থানায় গিয়ে এখনও যে দুই অভিযুক্ত অধরা রয়েছে, তাদের গ্রেফতারির ব্যাপারে পুলিসের সঙ্গে কথা বলবেন। যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা যায় সেবিষয়ে কথা বলবেন।
সূত্রের খবর, গত ১৪ ই ডিসেম্বর পোলবার সুগন্ধা পুরানো পুকুর এলাকায় বছর ১৪-র ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতার ছেলে সুমন সাঁতরা আরও দুই অভিযুক্তের নামে। ঘটনার পরদিন পোলবা থানায় অভিযোগ করায় অভিযুক্ত সুমন সাঁতরাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এদিকে সুমন সাঁতরা, তৃণমূল নেতা বরুণ সাঁতরার ছেলে হওয়ার সুবাদে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সালিশি সভা ডাকে এবং ঘটনাটি থামিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে।
এই পরিস্থিতিতে ১৯ শে ডিসেম্বর ওই নির্যাতিতা কিশোরী তাঁর বাড়ি থেকেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই কিশোরীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, ৪০ দিনের লড়াইয়ের পর হার মেনে নেয় কিশোরীর শরীর। হাসপাতালেই প্রাণ হারায় ওই নির্যাতিতা কিশোরী।