চার ভারতীয়ের ব্যাগপত্র ছিনতাই করা বাংলাদেশি অটোচালককে গ্রেপ্তার করল পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) ঘুরুতে গিয়ে বিপাকে পড়লেন ভারতের (India) চার বাসিন্দা। জলখাবার খাওয়ার জন্য অটো থেকে নামতেই যাত্রীর ব্যাগপত্র নিতে চম্পট দেয় অটোচালক। তৎক্ষণাৎ যাত্রীরা ওয়ারি থানায় (Wari police station) অভিযোগ দায়ের করলে, অটোচালককে গ্রেপ্তার করা হয়।

673575 snatching 03

মঙ্গলবার সকালে মৈত্রী এক্সপ্রেস (Moitri Express) থেকে বাংলাদেশের কমলাপুর রেলস্টেশনে (komlapur station) সস্ত্রীক নামেন ভারতীয় পর্যটক গণেশ চন্দ্র সরকার ও প্রবীর কুমার গুহ। ঢাকার স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে যাওয়ার জন্য তাঁরা সিএনজিচালিত অটোতে উঠে পড়েন। রাস্তায় জলখাবার খাওয়ার জন্য তাঁরা ওয়ারি থানার অভয়দাস লেনের একটি দোকানে দাঁড়ায়। অটোচালককেও খাওয়ার কথা তাঁরা বলেন। কিন্তু অটোচালক খাবার খেতে নামেননি।

যাত্রীরা খাবারের দোকানে পৌঁছতেই তাঁদের ব্যাগপত্র নিয়ে পালিয়ে যায় অটোচালক। তাঁদের দুটি ট্রলি ব্যাগ, কাঁধে ও হাতে ঝোলানো চারটি ব্যাগ ও দুটি ভ্যানিটি ব্যাগ ছিল অটোর মধ্যে। এই ব্যাগে ছিল সাত হাজার ভারতীয় টাকা এবং বাংলাদেশের সাড়ে তিন হাজার টাকা সহ চারজনের পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড ও কলকাতাগামী ট্রেনের চারটি টিকিটও ছিল। যার ফলে অসহায় হয়ে পড়েন যাত্রীরা।

ওয়ারি থানায় অটোচালকের বিরুদ্ধে তাঁরা অভিযোগ জানায়। DMP’র ওয়ারি থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা (sujit kumar saha) দ্রুততার সঙ্গে কাজ করে সিএনজি (CNG) অটোর নম্বর শনাক্ত করে অটোচালকের নাম-ঠিকানা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অটোচালককে। তিনি বলেন, যাত্রীদের কথার উপর ভিত্তি করেই অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই কাজে তাঁর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিন তা খতিয়ে দেখা হবে।


Smita Hari

সম্পর্কিত খবর