Coronavirus এর চিকিৎসার নামে ঝাড়ফুঁক করা পীর গ্রেফতার!

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউতে (Lucknow) বড়সড় পদক্ষেপ নিলো পুলিশ। করোনা ভাইরাসকে (Coronavirus) ইনকামের রাস্তা বানানো এক পীরবাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ তাবিজ আর ঝাড়ফুঁকের মাধ্যকে ওই পীরবাবা করোনা ভাইরাস তাড়ানোর দাবি করছিল।

1 37

আপনদের জানিয়ে দিই, ঝাড়ফুঁক এর মাধ্যমে করোনার চিকিৎসা করার নামে লখনউ এর ডালিগঞ্জ হাতি পার্কের পাশে থাকা মোহম্মদ আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ।

সিএমও ডঃ নরেন্দ্র আগরবাল বলেন ঝাড়ফুঁক আর তাবিজের মাধ্যমে করোনার চিকিৎসা সম্ভব না। মোহম্মদ আহমেদ সিদ্দিকির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বজরিগঞ্জ ইনস্পেক্টর দীপক দুবে বলেন, এই মামলায় আগামী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, মোহম্মদ আহমেদ ১১ টাকায় তাবিজের মাধ্যমে চিকিৎসা করার দাবি করছিল। আর সেই বিষয়ে সে নিজের বাড়িতে পোস্টারও লাগিয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর