বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে আপত্তিকর পোস্ট করেছিলেন বলে অভিযোগ। বিজেপির (BJP) অভিযোগ, বাদ যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। পাল্টা অভিযুক্ত যুবককে কান ধরে ওঠবস করানোর অভিযোগ ওঠে এক পদ্ম নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
যুবককে ‘ওঠবস করিয়ে’ গ্রেফতার বিজেপি (BJP) নেতা!
জানা যাচ্ছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিজেপি নেতার নাম বিপ্লব দাস। তিনি আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি জেলা সম্পাদক। অভিযোগ, সমাজমাধ্যমে পোস্ট করার পরেই বিপ্লবের নেতৃত্বে ওই ব্যবসায়ী যুবকের বাড়িতে হাজির হন একদল যুবক। তাঁকে কান ধরিয়ে ওঠবস করানোর পাশাপাশি সম্পত্তি বেচে দিয়ে এলাকা ছাড়া হওয়ার নিদানও দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিপ্লবকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পদ্ম শিবির। অভিযুক্ত বিজেপি নেতার দাবি, ওই যুবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক নেতার বিরুদ্ধে সমাজমাধ্য়মে খারাপ মন্তব্য করেছিলেন। আমজনতা তাঁকে কান ধরে ওঠবস করান। তিনি কেবলমাত্র সামনে ছিলেন।
আরও পড়ুনঃ ‘আমরা গাধা নই, এরা কেউ রামকৃষ্ণ বা বিবেকানন্দ নন’! ভরা এজলাসে বিস্ফোরক কল্যাণ
জানা যাছে, ওই বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার বিষয়টি সামনে আসতেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পদ্ম বিধায়ক মনোজ ওঁরাও।
তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী ও অন্যান্য মুখ্যমন্ত্রীদের নামে খারাপ মন্তব্য করেছে যে যুবক, পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু যিনি প্রতিবাদ করেছেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। তিনি বলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যুবককে হেনস্থা করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, নেতা-নেত্রীদের নিয়ে নিত্যদিনই সমাজমাধ্যমে নানান পোস্ট চোখে পড়ে। অভিযোগ, এমনই একটি বিতর্কিত পোস্ট করেছিলেন ওই যুবক। যার জন্য বিজেপি (BJP) নেতা কান ধরে ওঠবস, এলাকা ছাড়া হতে বলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত পদ্ম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।