বাংলাহান্ট ডেস্ক : লাইমলাইট থেকে সরার নামই করছেন না ভাইরাল ‘আইআইটি বাবা’ (IIT Baba)। মহাকুম্ভেই প্রথম নজর কেড়েছিলেন তিনি। আসল নাম অভয় সিং। বম্বে আইআইটি থেকে স্নাতক হওয়া সত্ত্বেও সত্যের সন্ধানে আধ্যাত্মিকতার পথে হেঁটেছেন তিনি। সেই থেকেই আইআইটি বাবা নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। মহাকুম্ভ শেষ হয়ে গেলেও এখনও মাঝে মধ্যেই নানান কারণে চর্চায় উঠে আসেন আইআইটি বাবা (IIT Baba)। এবার গাঁজা রাখার অভিযোগে তাঁকে আটক করল পুলিশ।
পুলিশের হাতে আটক আইআইটি বাবা (IIT Baba)
ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সেখানে ঋদ্ধি সিদ্ধি এলাকার একটি হোটেলে থাকছিলেন আইআইটি বাবা (IIT Baba)। হঠাৎ সেখানে ঝামেলার খবর পেয়ে পৌঁছায় পুলিশ। তখনই আইআইটি বাবার থেকে গাঁজা উদ্ধার হয়। গাঁজা রাখার অভিযোগে তাঁকে আটক করে পুলিশ। করা হয় জিজ্ঞাসাবাদ। তখনই নাকি আইআইটি বাবা (IIT Baba) দাবি করেন, ওগুলো গাঁজা তো নয়, প্রসাদ।
পরে ছেড়ে দেওয়া হয়: যদিও জানা গিয়েছে, কিছুক্ষণ আটক করে রাখার পর আইআইটি বাবাকে (IIT Baba) ছেড়ে দেওয়া হয়। কারণ তাঁর কাছ থেকে যে পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে তা অনুমিত সীমার মধ্যেই ছিল বলে খবর পুলিশ সূত্রে। এনডিপিএস আইন অনুসারে, স্বল্প পরিমাণ গাঁজা বলতে ১০০ গ্রাম বোঝায়। তবে আইআইটি বাবার (IIT Baba) কাছ থেকে কতটা গাঁজা উদ্ধার হয়েছে তা জানা যায়নি।
আরো পড়ুন : মানুষ নয়, শত্রুপক্ষের ঘুম উড়িয়ে এবার ভারতের হয়ে যুদ্ধ করবে রোবট! তৈরি হল নয়া ইতিহাস
কী জানান আইআইটি বাবা: ছাড়া পাওয়ার পরপর আইআইটি বাবা (IIT Baba) জানান, হোটেলের কেউ নাকি পুলিশকে জানিয়েছিলেন যে তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। সেই কারণেই নাকি হোটেলে পৌঁছায় পুলিশ। তিনি আরো জানান, প্রসাদের কিছুটা গাঁজা পুলিশ পেয়েছে। তিনি অঘোরী, তাই নিয়মিত গাঁজা সেবন করেন বলেও জানিয়েছেন আইআইটি বাবা (IIT Baba)।
আরো পড়ুন : দুদিনের TRP! ফের স্বমূর্তি ধরল ‘জগদ্ধাত্রী’, গল্প ফুরানোর চিন্তায় “মোক্ষম” মোড় আনল ‘কথা’
প্রসঙ্গত, মহাকুম্ভের সময় হঠাৎ করেই চর্চায় উঠে আসেন আইআইটি বাবা (IIT Baba)। আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর বিদেশে নাকি মোটা বেতনের চাকরিও তিনি পেয়েছিলেন বলে দাবি করেছিলেন। কিন্তু সেসব ছেড়েছুড়ে আধ্যাত্মিকতার পথে হাঁটেন আইআইটি বাবা। সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, একটি ডিবেট শোতে তাঁকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করা হয়েছে। থানার সামনে ধর্নাতেও বসেছিলেন আইআইটি বাবা।