ফিল্মি স্টাইলে বিরাট অভিযান! ‘দালালরাজ’ রুখতে পুলিশ যা করল… হাওড়া স্টেশনে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া স্টেশনের (Howrah Station) বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ট্যাক্সি। বহু মানুষ তাতে চেপে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে এই ট্যাক্সির ভাড়া নিয়ে বেশ কিছু অভিযোগও রয়েছে যাত্রীদের। হাওড়া স্টেশনের ট্যাক্সিস্ট্যান্ডে ‘দালালরাজ’এর অভিযোগ যেমন বহুদিনের। এবার তা সমূলে বিনাশ করতে উদ্যোগী হল পুলিশ!

  • হাওড়া স্টেশনের (Howrah Station) ট্যাক্সিস্ট্যান্ডে ফিল্মি কায়দায় অভিযান!

ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিবহণের ক্ষেত্রে ‘দালালরাজ’এর অভিযোগ দীর্ঘদিনের। সেই সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গের সরকারের (Government of West Bengal) তরফ থেকে যাত্রীসাথী অ্যাপ চালু করা হয়েছে। সেই অ্যাপে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়ার ভাড়া কত তা নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে যা ভাড়া দেখানো হয়, চালকদের সেটাই নেওয়ার নিয়ম। তবে অভিযোগ, তা মানেন না ট্যাক্সি চালকদের একাংশ।

এবার এর বিরুদ্ধে অভিযানে নামল হাওড়া পুলিশ কমিশনারেট। সম্প্রতি দু’জন পুলিশকর্তা যাত্রী সেজে হাওড়া স্টেশনের (Howrah Station) বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে অভিযান চালান। নিজেদের ‘স্বামী স্ত্রী’ পরিচয় দিয়ে একটি ট্যাক্সিতে ওঠেন তাঁরা। সেই ট্যাক্সিতে নিজেদের গন্তব্য অবধি যেতে ‘যাত্রীসাথী’ অ্যাপে যে ভাড়া দেখানো হচ্ছিল, তার প্রায় চার গুণ বেশি ভাড়া দাবি করেন ট্যাক্সি চালক। তখনই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ টাকা মিলবে, তবে…! রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বড় আপডেট! নয়া নির্দেশিকা অর্থ দফতরের

ওই একজনই নন! হাওড়া স্টেশনের বাইরে নিয়মের তোয়াক্কা না করে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে ১০ জনের বেশি ট্যাক্সিচালককে (Taxi Driver) পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা যাচ্ছে, এই রকম অভিযান আরও চালানো হবে।

Howrah Station

যাত্রীদের ঠকিয়ে নিয়মবহির্ভূতভাবে যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, পুলিশের তরফ থেকে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিকে পুলিশের এই অভিযানের ফলে হাওড়া স্টেশনের (Howrah Station) বাইরে ট্যাক্সিস্ট্যান্ডের ‘দালালরাজ’ যেমন কমবে, তেমনই এর ফলে যাত্রীদের সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর