দেবদূত রূপে পুলিশ: ৪০০ কিমি পথ পাড়ি দিয়ে ক্যান্সার রোগীর জন্য ওষুধ আনলেন কনস্টেবল

বাংলাহান্ট ডেস্কঃ আবার মানবিকতার নজির গড়ল এক হেড কনস্টেবল (Head constable)। ক্যানসার (Cancer) রোগীর ওষুধ আনতে মোটর বাইকে ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক হেড কনস্টেবল। লকডাউনের কারণে ওষুধ পাচ্ছিলেন না এক ক্যানসার রোগী। তাই ৪৩০ কিলোমিটার পথ মোটরবাইকে গিয়ে ওই রোগীর জন্য ওষুধ এনে দেন তিনি ।

corona virus 6

 

হেড কনস্টেবল বেঙ্গালুরু থেকে ধরওয়াদ বাইক চালিয়ে যান তিনি । পৌঁছে দেন ক্যানসার রোগীর যাবতীয় ওষুধ ।ধরওয়াদের মনিকানগরের( Maniknagar of Dharwad) এক ক্যানসার রোগী ওষুধ আনাতেন বেঙ্গালুরুর ইন্দিরানগর (Indiranagar of Bengaluru) থেকে। অনলাইনের মাধ্যমে ওষুধ অর্ডার করতেন তিনি । আর এই ধরওয়াদ থেকে ইন্দিরানগরের দূরত্বটা নেহাত কম নয় । ৪৩০ কিলোমিটার । লকডাউন জারি হয়ে যাওয়ার পর থেকে আর তিনি অনলাইনে ওষুধ পাচ্ছিলেন না ।

lockdown 2222

লকডাউনের জেরে ওষুধের ডেলিভারিও বন্ধ হয়ে গেছে । বিষয়টি তিনি ফোন করে পুলিশের হেড কনস্টেবল এস কুমারস্বামীকে জানান । সাহায্যের আবেদন করেন । সব শুনে মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন কুমারস্বামী । ওষুধ কিনে মোটর বাইকে করে ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দেন হেড কনস্টেবল । তারপর তা রোগীর হাতে তুলে দেন । তাঁর এই ভূমিকার প্রশংসা করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা । এই কাজের জন্য তাঁকে সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে ।

সম্পর্কিত খবর