বড়দিনে আক্রান্ত পুলিশ! ফাঁড়িতেও ভাঙচুর চালাল মাতালরা

বাংলা হান্ট ডেস্কঃ বড়দিনে একদিকে খুশির আমেজে সকলে, চলছে আনন্দ, হইহুল্লোড় করে ক্রিসমাস উদযাপন। সাথেই নতুন বর্ষবরণের আগাম প্রস্তুতি। অন্যদিকে, উৎসবের দিনেই আক্রান্ত পুলিশকর্মী (Police)। ভাঙচুর করা হল পুলিশের গাড়িতে ও ফাঁড়িতেও। ঘটনায় আহত হয়েছেন ৭ কর্তব্যরত পুলিশকর্মী।

আরও কী জানা যাচ্ছে? পুলিশ মারার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ক্ষীরপাই এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন ক্ষীরপাইয়ের বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর তীরে পিকনিক করতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরেরই ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েকজন যুবক। এরপর পিকনিক স্পটেই শিলাবতী নদীর পাড়ে বসে মদ্যপানে লিপ্ত হন তাঁরা। পাশাপাশি মহিলাদের দেখে কটুক্তি করারও অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

এরপরই পিকনিক করতে আসা বাকি পর্যটকরা ঘটনার প্রতিবাদ জানালে তাঁদের সাথে বচসায় জড়ান মদ্যপ ওই যুবকেরা। শুরু হয় দু’পক্ষের মারামারি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই থানার পুলিশ। এরপর সেই পুলিশকর্মীদেরও বেধড়ক মারধর করেন মত্ত যুবকরা। একই সঙ্গে জখম হন অন্যদলের তিন যুবক।

Police Attacked

পাশাপাশি পুলিশের গাড়ি ও ফাঁড়িতে ঢুকেও ভাঙচুর চালায় অভিযুক্ত যুবকেরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী। শেষমেষ পুলিশি তৎপরতায় কোনোক্রমে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। উৎসবের দিনে পুলিশের ওপরে এহেন আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর