লকডাউনে মন্দিরের তালা খুলিয়ে বজরংবলীর দর্শন করলেন পুলিশ অফিসার, করলেন ফল বিলি

সারা ভারত জুড়ে এখন বর্তমানে লক ডাউন চলছে। করোনা ক্রমশ ছড়ানোর ফলে কেন্দ্রীয় সরকার থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার হচ্ছে। কিন্তু তার মধ্যেও অনেকেই লক ডাউন অমান্য করছেন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার।পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন।

এর মধ্যে কেটে গেছে প্রায় ৩৩ দিন। আর লক ডাউনের কারণে সবাই ঘরে বন্দী। মঠ, মন্দির, মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থান সাধারণ জায়গার প্রবেশদ্বার সব বন্ধ। বব্ধ স্কুল, কলেজ, কর্মক্ষেত্র এবং দোকান পাট। কিন্তু এর মধ্যেও চিত্রকুট এর মন্দিরের তালা খুলে পূজা করা হয়েছে।

IMG 20200502 WA0031

পাশাপাশি এখানকার অভুক্ত বানরদের কলা খাওয়ানো হয়েছে। এভাবে এখানে লক ডাউন অমান্য করা হয়েছে। চিত্রকুট ধাম মন্ডল চত্বরের কমিশনার গৌরব দাল এবং ডিআইজি চঞ্চল রাওয়াত এবং সাতনা ডিএম অজয় ​​কাট্টে শেরিয়া তারা  এখানকার নদী পরিষ্কারের কাজকর্ম তে দেখতে আসেন আর পুজো দেন। পুজো দিয়ে ওনারা হনুমানদের খাবার খাওয়ান। আর এসবের মধ্যেই সামাজিক দূরত্ব আর লক ডাউন তারা ভুলে বসেন। মন্দাকিনী নদীর এখানেই পরিষ্কার করার কাজেই ঘটে যাওয়া এই ঘটনায় অবাক অনেকেই।

প্রকৃত হানুমানজির পূজা অর্পণ করার পর তার আশেপাশের বাসিন্দা এবং তাদের শিশুদের খাবারও দেন তারা ।এসবের মধ্যেই তারা সম্পূর্ণ রূপে ভুলে যান করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব পালনের কথা। arvei নিয়ে দেখা দিয়েছে সমস্যা। খোদ পুলিশ যদি নিয়ম অমান্য করেন তাহলে দেশের কি হবে।


সম্পর্কিত খবর