বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্য রাস্তায় দিনের বেলা প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খানের (Salman Khan) বাবা সেলিম খান। মর্নিং ওয়াকে বেরিয়ে খুনের হুমকি পান তিনি। বাইকে করে এসে একজন পুরুষ এবং মহিলা তাঁকে খুনের হুমকি দিয়ে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন সেলিম খান (Salim Khan)। শুরু হয় তদন্ত। আর তাতে যা বেরোলো তা কার্যত পর্বতের মূষিক প্রসবের মতোই।
প্রাণনাশের হুমকি পান সলমনের (Salman Khan) বাবা
বুধবার সকালে বান্দ্রা সমুদ্র সৈকতে মর্নিং ওয়াকে বেরিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সেলিম খান (Salim Khan)। বাইকে চেপে এক যুবক এবং একজন মহিলা এসে হাজির হন সেখানে। মহিলার পরনে ছিল বোরখা। মুখ ঢাকা থাকায় দেখতে পাননি সেলিম খান। জানা গিয়েছে, ওই মহিলা নাকি সেলিমের একদম পাশে গিয়ে বলে ওঠেন, ‘একদম ভদ্র ভাবে চলাফেরা করুন, নয়তো বিষ্ণোইয়ের কাছে খবর দিয়ে দেব’। তারপরেই দ্রুত সেখান থেকে বাইকে চেপে পালিয়ে যান তারা। তারপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন সেলিম খান।
আরো পড়ুন : পরিচালক ‘অ্যাকশন’ বলতেই… নাবালিকা রেখার সঙ্গে যা করেছিলেন বাঙালি নায়ক, শুনলে শিউড়ে উঠবেন!
তদন্তে উঠে এল বড় তথ্য
বাইকের নম্বর প্লেটের থেকে চারটি নম্বর দেখতে পেয়েছিলেন সেলিম। সেই নম্বরই তিনি পুলিশের কাছে জানান। পুলিশ সেই সূত্র ধরে আটক করে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম উমর আসিফ শেখ। পেশায় একজন পোশাক বিক্রেতা তিনি। তাঁর সঙ্গের মহিলার নাম আসমা শেখ। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানিয়েছেন, প্রেমিকার সামনে নিজের বীরত্ব প্রমাণ করতে চেয়েই সলমনের (Salman Khan) বাবাকে হুমকি দিয়েছিলেন তিনি। বিষ্ণোই গ্যাং এর সঙ্গে কোনো যোগ নেই তাঁর। একাধিক ধারায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন : তিন দশক পেরিয়েও একই রকম ক্রেজ, ভারতে ফের মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’
লাগাতার হুমকি সলমনের বাবাকে
বেশ অনেক দিন ধরেই প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন সলমনের (Salman Khan) পরিবার। কিছুদিন আগেই একজন বাইক আরোহী অভিনেতার গাড়ির কনভয়ে ঢোকার চেষ্টা করেন। মাস কয়েক আগেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আচমকা গুলিবর্ষণ হয়। এই ঘটনায় মুম্বই পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোই নাকি ৬ জনকে টাকা দিয়েছিলেন সলমনকে (Salman Khan) খুন করার জন্য। এদের প্রত্যেককেই নাকি ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে মুম্বই পুলিশকে দেওয়া সলমনের (Salman Khan) জবানবন্দি প্রকাশ্যে এসেছে। অভিনেতা অভিযোগ করেছেন, তাঁর বিশ্বাস লরেন্স বিষ্ণোই তাঁকে এবং তাঁর পরিবারকে শেষ করে দিতে চায়। তাঁর বাড়িতে সেই কারণেই গুলিবর্ষণ করা হয়েছিল। সলমনকে (Salman Khan) মাঝে মাঝেই নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় দেখা যায়। অভিনেতা জানিয়েছেন, তিনি যদি সেদিন বারান্দায় থাকতেন তবে তাঁর গায়ে গুলি লাগত।