বেআইনি মদের দোকানে হানা দিলো পুলিশ,পুলিশের তাড়া খেয়ে মৃত ১

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বেআইনি মদের দোকানে হানা দিলো পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়ে আর উঠতে না পারায় মৃত্যু হলো এক মদ্যপ ব্যক্তির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুর লায়েকবাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজু মল্লিক (৪৫)।

IMG 20190827 193336

 

ছবিঃ এই সেই পুকুর। 

জানা গেছে, আজ দুপুরের দিকে বোলপুর লায়েকবাজার এলাকায় বেআইনি মদের ঠেকে হানা দেয় পুলিশ ।পুলিশের ধরাপাকড়াও-এর ভয়ে মদপ্যায়ীরা ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এদিকে,ওইদিকে। কিন্তু তাদের মধ্যে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে পুলিসের হাত থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার পর পুকুর থেকে আর উঠতে না দেখায় পুকুরে জলে নেমে খোঁজ শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের প্রচেষ্টায় ওই মৃত ব্যক্তিকে উদ্ধার করতে না পারায় সঙ্গে,সঙ্গে দমকলের রেসকিউ বাহিনীর আধিকারিকদের খবর দেওয়া হয়। এবং তড়িঘড়ি ওনারা ঘটনাস্থলে এলে তাঁরাও ওই মৃত ব্যক্তিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে আনা হয় জিসিবি গাড়ি। এবং সেই গাড়ি দিয়ে পুকুরের কুচুরি পানা সরিয়ে ফেলতেই ভেসে ওঠে রাজুর নিথর দেহ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বোলপুর মহকুমা হাসপাতালে।

মৃতার পরিবারের সদস্যরা বলেন, “রাজুর মৃত্যু হয়েছে পুলিশের জন্যই।”

Udayan Biswas

সম্পর্কিত খবর