শরীর খারাপ নিয়েও পুলিশের ডিউটি করেছিল জওয়ান, শেষমেষ ত্যাগ করলেন প্রাণ

ডিউটিতে কর্তব্যরত পুলিশের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরুহয়েছ হৈচৈ। মৃত পুলিশের নাম আবরার খান। তিনি আউট ডোর ডিউটিতে ছিলেন। তিনি থানায় না থেকে মাঠে পোস্ট ছিলেন। পুলিশ অফিসাররা corona 1 1 পারেন নি যে তিনি অসুস্থ। খান হাঁপানির মতো অসুস্থতায় ভোগেন এবং তাকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়ার পরেই তাকে আবার ডিউটি দিতে ফিরতে হয়।ইন্দোরের পরদীশিপুরা থানায় নিযুক্ত এই কনস্টেবল আবরার খান আজ ডিউটিতে মারা যান। তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি ।

 

দুই দিন আগে আবরার খানের স্বাস্থ্যের অবনতি হয়েছিল। মনে করা হচ্ছে তিনিও সম্ভবত কোরোনায় আক্রান্ত ছিলো। বলা হয়েছে করোনা রুগীর ক্ষেত্রে হাঁপানি খুব সাংঘাতিক হতে পারে।করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে অনেক মানুষ অমান্য করে রাস্তায় আছে।

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। আর এর মধ্যে পুলিশের ডিউটি তো করতেই হচ্ছে। তারা নিজের জীবনের ঝুকি নিয়েই কাজ করছে

সম্পর্কিত খবর