ভিডিও কলে কথা বাদশা-রতন কাহারের, পাঠালেন অর্থ সাহায্য

বাংলাহান্ট ডেস্ক: ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহারের সঙ্গে কথা বললেন র‍্যাপ গায়ক বাদশা। শুক্রবার রাতে ভিডিও কলে কথা হয় দুজনের। জানা গিয়েছে, লকডাউন উঠলেই রতন কাহারের সঙ্গে দেখা করবেন বাদশা। এমনকি একসঙ্গে গান গাওয়ারও বাদশা প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয় কথা মতো রতন কাহারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায‍্যও করেছেন তিনি।
এই প্রসঙ্গে আগে রতন কাহার বলেছিলেন, “শুক্রবার রাতে ফোন করেছিলেন বাদশা। ভিডিও কলে ওনাকে দেখলাম, কথাও বললাম। উনি বললেন, লকডাউন উঠে গেলে সিউড়ি এসে দেখা করবেন। বারবার বলছিলেন এখন লকডাউন না চললে এখনই আসতেন। একসঙ্গে গান গাইবার কথাও বললেন। আমার নাতি, নাতনি ও মেয়ের জন‍্য আর্থিক সাহায‍্য করবেন বললেন। এবার ওনার ব‍্যাপার উনি কি করবেন।”প্রতিশ্রুতি রেখেছেন বাদশা। আগেই তাঁর টিমের সদস‍্যরা রতন কাহারের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ‍্য জেনে নিয়েছিলেন। সোমবারই তাঁর অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা।

genda phool badshah and jacqueline fernandezs track lands in trouble for copyright issues

রতন কাহারের ছেলে শিবনাথ কাহারও স্বীকার করেন ভিডিও কলের কথা। তিনি আরও বলেন, “বাবাও বাদশাকে ধন‍্যবাদ জানিয়েছেন। উনি গানটা গাইলেন বলেই বাবার নামটা আবার উঠে এল।”প্রসঙ্গত, শুক্রবার রাতে টিম গেন্দা ফুলের তরফে ভিডিও কলের আয়োজন করা হয়। তখনই বাদশার সঙ্গে কথা বলেন রতন কাহার। বাদশা কথা রাখায় আপ্লুত তিনি। ধন‍্যবাদও জানিয়েছেন তাঁকে।

এই প্রসঙ্গে এর আগে বাদশা বলেছিলেন, ‘আমি ওই গানের রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি রতন কাহারের নাম। আমি জানি উনি একজন মহান শিল্পী। ওনার অর্থনৈতিক অবস্থার কথাও আমি জানি। আমি ওনাকে সম্মান দিয়ে সাহায‍্য করতে চাই।’ তিনি আরও জানান, বড়লোকের বিটি লো গানটি নিয়ে তাঁর কোনও খারাপ অভিসন্ধি ছিল না। অনেকেই তাঁকে ‘চোর’ আখ‍্যা দিচ্ছেন। কিন্তু তিনি অন‍্য শিল্পীদের সম্মান করতে জানেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর