বাংলাহান্ট ডেস্ক: মানুষ যত সভ্য হচ্ছে, যত উন্নত হচ্ছে ততই তারা নিজেদের রাজত্ব বিস্তার করার জন্য উঠে পড়ে লাগছে। প্রায় গোটা পৃথিবীটাই এখন মানুষের দখলে। এমন খুবই কম অত্যন্ত দুর্গম জায়গা রয়েছে যেখানে এখনও মানুষ নিজের আধিপত্য বিস্তার করে উঠতে পারেনি। বসতি বাড়ানোর জন্য জঙ্গলেও থাবা বসিয়েছে মানুষ। নিমেষে শেষ হয়ে যাচ্ছে গাছপালা, ভরাট হচ্ছে জলাশয়। গড়ে উঠছে মানুষের বাসস্থান।
আর এরই ক্ষতিকর প্রভাব পড়েছে বন্যপ্রাণীদের উপর। নিজেদের বসতি দখল হয়ে যাওয়ায় তারা এখন বাধ্য হয়ে চলে আসছে মানুষের বসতি অঞ্চলে। ফলত সংগ্রাম বাঁধছে দুজনের মধ্যে। বন্যপ্রাণীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন মানুষ। তাই তারা ভেবে বের করছেন নানান রকম উপায়। যাতে যতটা সম্ভব ক্ষতি না করে তাড়ানো যায় বন্যপশুদের। এমনই একটি ভিডিও সম্প্রতি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে একদল বাঁদরকে তাড়াতে রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছেন দু দুটি ভাল্লুক।
তবে এগুলি আসল ভাল্লুক নয়। বরং মানুষরূপী ভাল্লুক। এই ঘটনা উত্তরাখণ্ডের ITBP মিরঠি ক্যাম্পের। বাঁদরের অত্যাচার থেকে বাঁচার জন্য এই উপায়ের শরণাপন্ন হয়েছেন ইন্দো-তিব্বত সীমানার পুলিশ আধিকারিকরা। দুজন পুলিশ আধিকারিক ভাল্লুকের পোশাক পরে ভয় দেখাচ্ছেন বাঁদরদের। যদি এভাবে তাদের উৎপাত একটু কমে। বেশ কাজও হয়েছে এই উপায়ে। ভাল্লুকের সাজ পরে বাঁদরদের দিকে তেড়ে যেতেই পালায় তারা।
#WATCH: 2 Indo-Tibetan Border Police personnel at ITBP Camp-Mirthi, Uttarakhand dressed in 'bear' costume to scare away monkeys on the premises. (Source-ITBP) pic.twitter.com/YeZXaXAgze
— ANI (@ANI) March 9, 2020
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন এই কাণ্ড দেখে। পুলিশরা মাথা খাটিয়ে যে এই অভিনব উপায় বের করেছেন তার জন্য তাঁদের বুদ্ধির প্রশংসাও করেছেন নেটজনতা।