বর্ধমানের জনপ্রিয় টেনিস বল টুর্নামেন্টের ফাইনালে অতিথি গেইল! ভিড় সামলাতে গিয়ে নাস্তানাবুদ পুলিশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতে তিনি অত্যন্ত জনপ্রিয়। আইপিএলে (Indian Premiere League) কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং কিংস ইলেভেন পাঞ্জাবের (KXIP) হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান মহাতারকা। এহেন ক্রিস গেইল (Chris Gayle) যদি বর্ধমানের (Burdwan) মত শহরে আসেন, তাহলে তাকে দেখার জন্য যে উন্মাদনা তৈরি হবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই।

IMG 20211107 175912

কিন্তু এদিন যখন গেইল বর্ধমানে রাজনন্দিনী কাপের ফাইনালের দিন তিথি হিসাবে উপস্থিত হন তখন চরম বিশৃঙ্খলা পূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তাকে এক ঝলক কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় উপস্থিত জনতার মধ্যে। পুলিশকে নাজেহাল হতে হয় ভিড় সামাল দিতে গিয়ে। বেশ কিছু মানুষ অল্পের জন্য পদুপ্রস্থ হয়ে আহত হওয়ার হাত থেকে রক্ষা পান।

যারা স্থানীয় ক্রিকেটের খবর রাখেন তারা প্রত্যেকেই জানেন যে ধুমধাম করে প্রতি বছর বর্ধমানের মালির মাঠে অনুষ্ঠিত হয় রাজনন্দিনী কাপ। অতীতে কপিল দেব গৌতম গম্ভীর এর মতো বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটাররা এই টেনিস বল টুর্নামেন্টের ফাইনালের দিন অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। তবে গেইল টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বড় নামদের মধ্যে একজন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে উৎসাহ ছিল আরও বেশি।

অতীতেও এই টেনিস বল টুর্নামেন্টের ফাইনালে দিন বিদেশী তারকা ক্রিকেটারদের উপস্থিত করা হয়েছে। ২০২০ ফলে করোনা ভাইরাসের আতঙ্ক তৈরীর আগে আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারাকেও এই টুর্নামেন্টের অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন আয়োজকরা। কিন্তু ভারতে গেইলের জনপ্রিয়তা লারার চেয়ে বেশ কয়েক গুণ বেশি। তাই নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হয়েছিল আজ বর্ধমানে।

রবিবার দুপুর দুটো নাগাদ গেইল উপস্থিত হন মালির মাঠে। হুডখোলা জিপে করে তিনি মাঠ প্রদক্ষিণ করে এবং সেই সময়েই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু আগে থেকেই তো জানা ছিল যে গেইলের মতো মহা তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাহলে কেন সামাল দেওয়া গেল না এই অবাঞ্ছনীয় উপদ্রব। এই নিয়ে অবশ্য আয়োজকরা স্পষ্ট কোন মন্তব্য করতে চাননি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর