জোর ধাক্কা! বিপাকে জুনিয়র ডাক্তাররা! মামলা দায়ের হতেই তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আবহেও জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অব্যাহত। শুক্রবারই রাজ্য সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন তাঁরা। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য অনশনের কথাও বলা হয়েছে। এবার জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নেওয়া হল!

  • জোর বিপাকে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)!

জানা যাচ্ছে, অনুমতি ছাড়াই ধর্মতলায় জমায়েত করার জন্য জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ (Police)। অবৈধ জমায়েত এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকদের নির্দেশ না মানার অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে খবর। হেয়ার স্ট্রিট থানা অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে এই মামলা রুজু করেছে।

পুলিশি হেনস্থার অভিযোগে শুক্রবার থেকেই ধর্মতলায় (Dharmatala) অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থানের জন্য অনুমতি চেয়ে পুলিশকে মেল করা হলেও অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়, পুজোর আবহে বহু মানুষ কেনাকাটা করতে আসছেন। ওটা জরুরি রাস্তা। তাই অনুমতি দেওয়া অসম্ভব। তবুও মেট্রো চ্যানেলে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে জেলবন্দি! এরই মাঝে ভালো খবর এল সন্দীপ ঘোষের জন্য…

শুক্রবার বিকেল থেকেই পরিস্থিতি অন্যদিকে বাঁক নেয়। ওয়াই চ্যানেলের কাছে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) মঞ্চ বাঁধার চেষ্টা করতেই পুলিশি বাধা আসে। সেই সময় কয়েকজন জুনিয়র চিকিৎসককে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ। এরপর ধর্মতলায় অবস্থান করা হয়। পুলিশের কাছে অবস্থানের অনুমতি চেয়ে মেল করা হয়। একইসঙ্গে হেনস্থার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও করা হয়।

Junior doctors

পাল্টা পুলিশের তরফ থেকে জানানো হয়, পুজোর আবহে ওই রকম গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থানের অনুমতি প্রদান করা সম্ভব নয়। তা সত্ত্বেও সেখানে অবস্থান চালিয়ে যান জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। এবার মামলা রুজু করার পথে হাঁটল পুলিশ।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ ৪২ দিনের টানাপোড়েন শেষে সম্প্রতি আংশিকভাবে কাজে যোগ দিয়েছিলেন তাঁরা। কয়েকদিন যেতে না যেতেই ফের বিপত্তি! সাগর দত্ত হাসপাতালে রোগীর আত্মীয়দের হামলা চালানোর ঘটনার পর ফের কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল সেটা তুলে নিলেও অবস্থান বিক্ষোভের নয়া কর্মসূচি ঘোষণা করা হয়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর