বোরখা পড়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করল পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেড়াচ্ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। পুলিশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে ২৪ বছর। পলাতক থেকে চালিয়ে গেছে মাদকের ব্যবসা। তাকে ধরার জন্য অবশেষে অভিনব উপায় বের করল পুলিশ। বোরখা পড়ে শেষ পর্যন্ত ধরা গেল মোস্ট ওয়ান্টেড আসামিকে।

41edd76dec055a79d13150e840dd4bbbd3b30ea75711bfd55023860d3d200d93

ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। আসামির নাম আবদুস সাত্তার। পোশাকি নাম কটাই মিঞা।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে পুলিশ জানায়, কটাইমিয়ার ১৯৯৫ সালের ১৮ই মার্চ যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু ২৪ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে কটাই মিয়া কিছুতেই বাগে যাচ্ছিল না তাকে। এর আগে ২৫ আগস্ট একবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু পালিয়ে যায় কটায় মিয়া, বাড়ি থেকে উদ্ধার হয় মাদক।

এরপর নজরবন্দি করা হয় কটাই মিয়া কে। এক সপ্তাহ ধরে তার গতিবিধি লক্ষ্য করতে থাকে পুলিশ। মাদকবিরোধী সেলের অফিসার ইনচার্জ সজল কুমার কানুর নেতৃত্বে একটি টিম বানানো হয় তারপর অভিনব কায়দায় ধরা হয় এই আসামীকে। দুজন পুলিশকে নারী সাজিয়ে বোরখা পড়ে কটাই এর বাড়ি পাঠানো হয়। কৌশলে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় ২৪ বছর ধরে পলাতক এই আসামিকে।

X