মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যারাকপুরে জেপি নাড্ডার পরিবর্তন যাত্রার অনুমতি দিল না পুলিশ! অভিযোগ অর্জুন সিংয়ের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল রাতেই বঙ্গে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ সারাদিনে ঠাঁসা কর্মসূচি রয়েছে ওনার। পাটকল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ থেকে শুরু করে ব্যারাকপুরে সাহিত্য়িকি বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং সংগ্রহশালায় যাবেন তিনি। তবে আজ উত্তর ২৪ পরগনার ঘোষপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত জেপি নাড্ডার পরিবর্তন যাত্রার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। কারণ পরিবর্তন যাত্রার জন্য অনুমতি দেয়নি পুলিশ। এছাড়াও তিনি আজ ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে একটি জনসভা করবেন।

ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং ট্যুইট করে জানান, ‘ব্যারাকপুর সিটি পুলিশ কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত বিজেপির পরিবর্তন রথযাত্রার কর্মসূচি বাতিল করেছে।” তিনি এও জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, তিনি এই পরিবর্তন যাত্রার অনুমতি নিতে আদালতের দ্বারস্থ হবেন।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর