বাহিনীর পর গুলি চালালো পুলিশ! গুলিবিদ্ধ ৩

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ষষ্ঠ দফায় রাজ্যের ৪৩টি আসনে নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকেই যায়গায় যায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। কখনও তৃণমূল প্রার্থীকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান। আবার কখনও বিজেপি বুথ এজেন্টকে ধরে মারধর। আর এবার গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে।

ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নিয়েছে বাগদা। জানা গিয়েছে পুলিশের গুলিতে তিনজন আহত হয়েছেন। পাল্টা পুলিশের উপরেও হামলা করেছে গ্রামবাসীরা। ছিঁড়ে ফেলা হয়েছে পুলিশের উর্দি। ঘটনার পর এলাকায় পৌঁছেছেন বিজেপির প্রার্থী।

বাগদা কেন্দ্রের ৩৫ নম্বর বুথের বাসিন্দা মৃত্যুঞ্জয় সাঁতরা বলেন, ‘বাজার থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আচমকাই হাতে গুলি লাগে। পুলিশ গুলি চালিয়েছিল, কিন্তু কেন চালিয়েছিল জানিনা। ওখানে মারপিটও হচ্ছিল না।” এই বিষয়ে বাগদা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘বড়বাবু এখন কথা বলার মতো অবস্থায় নেই। উনি আহত। ওনার চিকিৎসা চলছে।”

সম্পর্কিত খবর

X