ঘর চালাতে সাইকেলে করে বিক্রি করছিল সবজি, পুলিশ উপহার হিসেবে দিল বাইক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আসামের(Assam) ডিব্রুগড়ের(Dibrugarh) জনমনো গগৈ (Janamano Gagai)নামক একজন ছাত্র লকডাউন চলাকালীন এটি তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। আর পয়সার অভাবে সাইকেলে করে শাকসবজি বিক্রি শুরু করে। এই দৃশ্য চোখে পড়তেই ডিব্রুগড় পুলিশ তার বাড়িতে গিয়ে তার কাজের জন্য একটি স্কুটি দিয়ে আসে। আর এই  প্রসঙ্গ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সবাই ডিব্রুগড় পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করছে।

পুলিশের সহায়তায় মুগ্ধ আমজনতা 

এই ছবিগুলি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা পুলিশকে অনেক প্রশংসা করছেন এবং জনসাধারণকে আশীর্বাদ করছেন। কেউ কেউ মেয়েকে দুর্দান্ত কন্যা বলছেন, আবার কেউ কেউ যোদ্ধা বলছেন। তবে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই পদক্ষেপটি একটি নিখুঁত উদাহরণ হিসাবে বর্ণনা করছেন এবং ডিব্রুগড় পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় সবার বক্তব্য 

একজন ব্যবহারকারী লিখেছেন – এটি হলেন আসামের ডিব্রুগড়ের জনমনো গোগোই। আর অনেকেই অনেক মন্তব্য করেছেন। আর বাস্তবে পুলিশের এই অবতার সবার নজর কাড়ছে।

সম্পর্কিত খবর

X