PPE কিট পরিহিত পুলিশ, ২৫০ জনেরও কম গেস্ট, স্বাধীনতা দিবসে এমনই হবে লালকেল্লার ছবি

বাংলাহান্ট ডেস্কঃ প্রতি বছর ১৫ ই অগস্ট স্বাধীনতা দিবসে (Indian Independence Day) লাল কেল্লায় (Red Fort) সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতি বছর এই দিনটিতে স্বাধীনতা দিবসের আয়োজিত অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে বহু সংখ্যক মানুষ উপস্থিত হন। তবে ২০২০ সালে স্বাধীনতা দিবসটা অন্যান্য বছরের থেকে বেশ অনেকটাই আলাদা।

বদল ঘটছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে
এবছর করোনা ভাইরাসের সংক্রমণের জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। মহামারি করোনা ভাইরাসের জেরে এবছর একস্থানে একসঙ্গে বেশি পরিমাণ মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। সেই কারণে এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও থাকবে সামাজিক দূরত্বের বিধিনিষেধ।

india modi 1

মান্য হবে করোনা বিধিনিষেধ
করোনা বিধি নিষেধ মান্য করে মাস্ক স্যানেটাইজার এবং সেইসঙ্গে পরিচ্ছন্নতা বজায় রেখে তবেই এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হবে। প্রতিবারের ন্যায় এবছর আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীরা। মাত্র ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। সেই সঙ্গে জানানো হয়েছে লাল কেল্লায় কর্মরত পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা রক্ষীরা সকলেই পিপিই কিট পরে অনুষ্ঠানে উপস্থিত হবেন।

আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া-র এক আধিকারিক জানিয়েছেন, লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতি বছর প্রায় ১০০০ জন এই লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পান। কিন্তু এবারের মহামারির কারণে আমন্ত্রণ জানানো হচ্ছে মাত্র ২৫০ জনকে।

ar

অনুষ্ঠানের সতর্কীকরণ
শোনা গিয়েছে, এদিন অনুষ্ঠানের মূল বিষয় থাকবে দেশের করোনা যোদ্ধারা। রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমস্ত তালিকা প্রস্তত করা হবে। এবিষয়ে দিল্লী উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার মনিকা ভরদ্বাজ জানিয়েছেন, ‘এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এনসিসি ক্যাডেটরা ছাড়া আর কোনও বাচ্চাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে না। এই অনুষ্ঠানে মান্য করা হবে সামাজিক দূরত্ব। লাল কেল্লার একাধিক জায়গায় রাখা হচ্ছে একাধিক স্যানিটাইজেশন পয়েন্টও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রত্যেক কর্মী পিপিই কিট পরে তবেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর