বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটেই চলেছে। এমনকি, যত দিন এগাচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে এহেন ঘটনা। তবে, এবার চলন্ত ট্রেন থেকে একজোড়া জুতো চুরির ঘটনায় রীতিমতো ব্যস্ত হয়ে গিয়েছে দুই রাজ্যের পুলিশ। এদিকে, ইতিমধ্যেই এই ঘটনা সামনে এসেছে সোশ্যাল মিডিয়াতেও (Social Media)। মূলত, ট্রেনে সফরকালে চলন্ত ট্রেনের বার্থের নিচ থেকে জুতো চুরি হয়ে যায় এক যাত্রীর। এমতাবস্থায়, তিনি সরাসরি থানায় অভিযোগ দায়ের করেন। আর তারপর থেকেই ওই জুতো চুরির তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহারের (Bihar) পুলিশ।
জুতো চুরির অভিযোগে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ: এই প্রসঙ্গে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, রাহুল কুমার ঝা নামের এক যাত্রীর জুতো চুরি হয়ে যায়। তিনি জয়নগর ক্লোন স্পেশাল ট্রেনের (ট্রেন নম্বর ০৪৬৫২) বি-৪ কোচের ৫১ তম সিটে বসেছিলেন। আম্বালা স্টেশন থেকে যাচ্ছিলেন রাহুল। সেই সময়ে উত্তরপ্রদেশের মোরদাবাদে পৌঁছে তিনি লক্ষ্য করেন যে, তাঁর জুতোটি চুরি হয়ে গিয়েছে। তারপরে তিনি “RailMadad” অ্যাপে অভিযোগ জানান। এদিকে, ট্রেনে সফরের সময়ে প্রায়শই জিনিসপত্র চুরির সম্মুখীন হন যাত্রীরা। এমতাবস্থায়, জুতো চুরির প্রসঙ্গে রাহুলের এহেন পদক্ষেপ দৃষ্টি আকর্ষণ করেছে সবারই।
চুরি যাওয়া জুতো খুঁজে বের করতে ব্যস্ত পুলিশ: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই রাহুল কুমার ঝা রেল থানা মুজাফফরপুরের রেফারেন্স দিয়ে মোরাদাবাদে একটি অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে রেল থানার এসএইচও দীনেশ কুমার সাহু জানিয়েছেন, যাত্রী রাহুল কুমার ঝা-এর জুতো চুরির অভিযোগে জিরো এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি, চুরি যাওয়া জুতো ফেরতের পাশাপাশি চোরকে ধরার চেষ্টাও চলছে।
চলন্ত ট্রেনে জুতো চুরি: এই প্রসঙ্গে রাহুল জানিয়েছেন, গত ২৮ অক্টোবর তিনি ট্রেনে চেপে আম্বালা থেকে মুজাফফরপুর যাচ্ছিলেন। এমতাবস্থায়, মোরাদাবাদে ঘুম থেকে ওঠার পর তিনি দেখেন তাঁর জুতোটি নেই। এমতাবস্থায়, “RailMadad” অ্যাপে অভিযোগ জানান তিনি। এরপরে, মুজাফফরপুর রেল স্টেশনের রেফারেন্স দিয়ে মোরাদাবাদে একটি অভিযোগ দায়ের করেন রাহুল।
ওই অভিযোগে বলা হয়েছে, রাহুল কুমার ঝা-র ক্যাম্পাস কোম্পানির জুতোটি ছিল নীল রঙের। উল্লেখ্য যে, রাহুল বিহারের সীতামারহির বাসিন্দা। এমতাবস্থায়, জুতো চুরির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।