চাকরিপ্রার্থীদেরও ‘ভয়’ মমতা সরকারের! রাতে টেট উত্তীর্ণদের বিক্ষোভস্থলে পুলিশি ‘জুলুম’

বাংলা হান্ট ডেস্ক: শীতের রাতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ স্থলে পুলিশ পাঠাল মমতা সরকার। গভীর রাতেই চাকরিপ্রার্থীদের বলপূর্বক বিক্ষোভ স্থল থেকে সরিয়ে দিল পুলিশ। এহেন অবস্থায় আরও বড় আন্দোলনের পথে নামতে পারেন চাকরিপ্রার্থীরা।

গত সপ্তাহ থেকেই আপার প্রাইমারির প্রায় ১৪ হাজার পদে নিয়গের দাবিতে আন্দোলন শুরু করেন টেট পরীক্ষায় সফল প্রার্থীরা। বিকাশ ভবনের উদ্দেশ্যে তারা রওনা হলেও তাদের সেখানে যেতে দেয়নি পুলিশ। তারপর থেকে স্কুল শিক্ষা কমিশনের অফিসের সামনেই ধর্নায় বসেন তারা। সারা রাজ্যের প্রায় সব জেলা থেকেই চাকরিপ্রার্থীরা এই আন্দোলনে অংশ নেউ। এর মধ্যে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাতেও বরফ গলেনি।

অন্যদিকে, ভোটের আগে চাকরিপ্রার্থীদের এহেন বিক্ষোভে চাপে পরে যায় রাজ্য সরকার। অন্যদিকে, এই ইস্যুকে সামনে রেখে শাসক দলের প্রতি আক্রমণ শানায় বিরোধীরা। আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন বিরোধী দলনেতারা। এহেন অবস্থায় বুধবার রাতে হঠাৎ করেই সেখানে হানা দেয় পুলিশ। বলপূর্বক বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাদের শিয়ালদহ স্টেশনে পৌঁছে দেয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় বেশ ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।

সম্পর্কিত খবর