বাংলা হান্ট ডেস্কঃ বাসের মধ্যে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ। সোমবার রাতের এই ঘটনার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। এরপরেই স্থানীয়দের একাংশ গিয়ে শিয়ালদহ ট্রাফিক গার্ডের এক পুলিশ কিয়স্কে (Police Kiosk) গিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বাঁশ নিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ কিয়স্কে (Police Kiosk) হামলা স্থানীয়দের! শোরগোল শহরে
স্থানীয় সূত্রে খবর, চলন্ত বাসে একজন মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে একজন যুবকের বিরুদ্ধে। এরপর দু’জন যাত্রীর মধ্যে বচসা আরম্ভ হলে তাতে হস্তক্ষেপ করে পুলিশ। মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করে শিয়ালদহ (Sealdah) স্টেশন লাগোয়া একটি পুলিশ কিয়স্কে নিয়ে যাওয়া হয়।
এরপরেই স্থানীয় কিছু মানুষ এসে ওই পুলিশ কিয়স্কে হামলা চালান বলে অভিযোগ। বাঁশ নিয়ে ভাঙচুর করার মতো অভিযোগও উঠেছে। এই হামলার জেরে পুলিশ কিয়স্কের কাঁচের জানালা ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলা চালানোর এই সম্পূর্ণ ঘটনা পুলিশের (Police) সামনেই ঘটেছে। পুলিশ আধিকারিকরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায় বলে দাবি তাঁদের।
আরও পড়ুনঃ ‘ওই ৫ জনকে…’! থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড! এবার বিরাট নির্দেশ দিল হাইকোর্ট
প্রত্যক্ষদর্শীদের একাংশের কথায়, পুলিশের তরফ থেকে হামলাকারীদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। কারোর আবার দাবি, মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে যে যুবককে আটক করে কিয়স্কে বসানো হয়েছিল, হামলাকারীরা তাঁর লোকজন। তাঁকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতেই শিয়ালদহ স্টেশন (Sealdah Station) সংলগ্ন ওই পুলিশ কিয়স্কে হামলা চালানো হয়।
এদিকে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কিয়স্কে (Police Kiosk) হামলার এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গেই চলন্ত বাসে মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগও দায়ের করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তদন্ত করছে লালবাজার।