পুলিশের উপর ভরসা রাখছেন না মমতা

   

বাংলাHunt :আর পুলিশের উপর ভরসা রাখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম মেদিনীপুরে দলীয় কর্মীদের সাথে বৈঠক করে এ কথা জানিয়েছেন সূত্রে জানা গেছে, তিনি বলেছেন ১৯৯৮সালে যখন দল তৈরি হয়।

সেই সময় পুলিশ প্রশাসন কিছুই ছিল না। মানুষের উপর ভরসা করে এবং মানুষের সাহায্যে তারা ক্ষমতায় এসেছিল হলে পুলিশ এবং প্রশাসন কারোর উপর ভরসা না-রেখে নিরপেক্ষভাবে তাদের শক্তি দিয়ে দল করার আহ্বান জানিয়েছেন কর্মীদের। এছাড়াও কর্মীদের তিনি জানিয়েছেন আরো কিভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এবং কিভাবে দল এই যে উন্নয়ন কাজ হচ্ছে

f400d screenshot 2019 0630 111536সেগুলো মানুষের তুলে ধরা যায় সেই বার্তায় তিনি দেন। পুলিশের উপর থেকে আসা কমেছে তা একপ্রকার নিশ্চিত।

সম্পর্কিত খবর