ট্রেনের মধ্যে চুরি ডিআরএম-এর মেয়ের জুতো, খুঁজতে তৎপর দু’টি রেল জোনের পুলিশ

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের সুরক্ষার স্বার্থে অনেক পদক্ষেপই নিয়ে থাকে। তবুও অনেক সময় যাত্রীদের মূল্যবান জিনিস চুরি যাওয়ার ঘটনা ঘটে থাকে। যদিও বেশিরভাগ সময়েই তদন্তের পর খোয়া যাওয়া জিনিস ফেরত পাওয়া যায়। এমনই এক চুরির ঘটনা ঘটল বরেলির মোরাদাবাদ ডিভিশনে। যাত্রী ছিলেন খোদ রেলের ডিআরএম-এর মেয়ে। সেই চুরির কিনারা করতে তৎপর হল রেলের দু’টি জোনের পুলিশ।

জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি লখনউ মেলে যাচ্ছিলেন ওড়িশার ডিআরএম বিনীত সিং-এর মেয়ে মানবী সিং। সেই সময় তাঁর জুতো চুরি হয়ে যায়। সেই জুতোর মূল্য ছিল ১০ হাজার টাকা। মানবীর অভিযোগ, এই কাণ্ড ঘটিয়েছেন তাঁর সহযাত্রী এক মহিলা। পরদিন সকালে বরেলি স্টেশনে নেমে যান তিনি। এরপর সম্বলপুর জিআরপি-তে একটি অভিযোগ দায়ের করেন ডিআরএম। 

TRAIN RULES

জিআরপি ও আরপিএফ-কে এই ঘটনার ব্যাপারে জানানো হয়। সম্বলপুর জিআরপি-র থেকে ঘটনার তথ্য পেয়েই কাজে লেগে পড়ে বরেলি জিআরপি ও আরপিএফ। এই ঘটনায় যেহেতু রেলের উচ্চপদস্থ আধিকারিক জড়িয়ে, তাই বাড়তি তৎপরতা লক্ষ্য করা গিয়েছে রেল পুলিশের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সময়ের মধ্যে ওই আধিকারিকের মেয়ের জুতো খুঁজে দিতে না পারলে চাকরি হারানোর ভয় আছে।

Indian Railways inside coach

এ প্রসঙ্গে বরেলি মোরাদাবাদ ডিভিশনের জিআরপি সিও দেবী দয়াল বলেছেন, “ডিআরএম-এর মেয়ের জুতো চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে আমরা জানতে পেরেছি, অন্য রাজ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখান থেকে মামলাটি সরিয়ে নেওয়া হবে। তারপর পদক্ষেপ করা হবে।” 

রেল পুলিশ সূত্রে খবর, ৪ জানুয়ারি ভোর ৩.৪৫ নাগাদ ঘটনাটি ঘটেছে। সম্বলপুর ইস্ট কোস্ট রেলের ডিআরএম বিনীত সিং-এর স্ত্রী ও মেয়ে দিল্লি থেকে লখনউ যাচ্ছিলেন। ৩ জানুয়ারি তাঁরা লখনউ মেলে উঠেছিলেন। তবে সেই ট্রেন থেকে মানবীর জুতো চুরি হয়ে যায়। তাঁদের অভিযোগ, মানবীর পাশে বসা মহিলাই এই কাজ করেছেন। আপাতত ওই মহিলার খোঁজ করছে পুলিশ।

Subhraroop

সম্পর্কিত খবর