বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বাংলায় পুলিশ প্রশাসন নিয়ে তুমুল চর্চা। পুলিশের কার্যকলাপ নিয়ে প্রতিদিন রাজ্য রাজনীতিতে কাটাছেঁড়া চলছে। আর এরই মাঝে পুলিশকর্তার (Katwa) এমন এক ভিডিও ভাইরাল হল যা দেখে হতবাক নেট নাগরিকরা। আসলে ছোট থেকেই আমাদের কাছে পুলিশের সংজ্ঞা মানে হাতে লাঠি, লম্বা মানুষ, ইয়া লম্বা গোঁফ, রাগী দারোগা। যদিও পরবর্তীতে সেই সংজ্ঞা সকলের কাছে বদলে যায়। তবে আমাদের কাছে শুধু পুলিশের গঠন বদলায়, চারিত্রিক বৈশিষ্ট্য বদলায় না। তারা শুধু চোর ডাকাত ধরতে জানে, আর কিছু জানে না এমনটাই সকলে মনে করেন। তবে এই ভিডিও দেখলে আপনার ধারণা বদলে যাবে।
পুলিশকর্তার ভিডিও ভাইরাল:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে এক পুলিশকে কোমর দুলিয়ে, গানের ছন্দে পায়ে পায়ে পা মেলাতে দেখা গিয়েছে। কার্তিক পূজার অনুষ্ঠানেই জমিয়ে নেচেছেন ওই পুলিশ কর্তা। না তবে পুলিশের উর্দি পড়ে নয় তিনি নেচেছেন একজন সাধারণ নাগরিক হিসেবে। অফিসারের নাম স্নেহাশীষ চৌধুরী। তিনি কাটোয়ার (Katwa) ট্রাফিক ওসি। একজন দক্ষ অফিসার হিসেবেই তার নাম ডাক। এমনকি সাইবার বিশেষজ্ঞ হিসেবে একজন দক্ষ অফিসার।
জেলা পুলিসে সাইবার সেলে ওসি পদে দীর্ঘদিন কাজ করেছেন স্নেহাশিষ। নাগরিকদের সাইবার অপরাধ এবং সাইবার দুর্নীতি সম্পর্কে সতর্ক করতে বিভিন্ন রকমের ক্লাস সেমিনার নিয়েছেন তিনি। রাজ্য জুড়ে তিনি বিভিন্ন জায়গায় একাই দাপিয়ে বেরিয়েছেন। এখানেই শেষ নয়, তিনি একসময় কাজ করেছেন সিআইডিতেও। আর সেই অফিসারকেই এবার ক্লাবের সদস্যদের সাথে তালের তাল মিলিয়ে জমিয়ে নাচতে দেখা গেল।
সমাজ মাধ্যম থেকে জানা গিয়েছে, কার্তিক পুজো উপলক্ষে মঙ্গলবার রাতে স্ত্রীকে সঙ্গে কাটোয়া (Katwa) শহরের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন স্নেহাশীষ চৌধুরী। যদিও কাটোয়া (Katwa) শহর কার্তিক পুজো উপলক্ষে বেশ পরিচিত। জানা যায় রাত এগারোটা নাগাদ ডিউটি শেষে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। সেখান থেকে ক্লাবে যান। যদিও একা নন সস্ত্রীক ক্লাবে পৌঁছান। আর এই ক্লাবে স্ত্রীর বান্ধবীরা উপস্থিত ছিলেন, পাশাপাশি ওই ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল বলেও জানা যায়। আর তখন স্নেহাশীষ বাবুকে দেখে সকলে নাচ করতে জোড়াজুড়ি শুরু করেন। তাদের অনুরোধেই তিনি এই অনুষ্ঠানে নাচেন।
আরো পড়ুন : গার্লফ্রেন্ড থাকতেও অন্য স্ত্রীর প্রেমে হাবুডুবু! কেন বিবাহিত মহিলাদের প্রেমে পড়ে পুরুষরা? রইলো ৮টি কারণ
আর পুলিশ বাবুকে নাচ করতে দেখে সকলেই অবাক হয়েছেন। এমন ব্যক্তির ভেতরে যে এত বড় গুণ লুকিয়ে ছিল কেউই জানতেন না। ছোট থেকে তিনি কখনোই তেমন নাচ গান করেনি বলে জানা যায়। তবে নাচ না শিখেও একজন পাক্কা ডান্সারের মতোই তিনি নেচেছেন। সূত্র মারফত জানা যায়, স্নেহাশীষ বাবু আগে কাটোয়া থানাতেই কর্মরত ছিলেন। পরবর্তীতে বদলি হয়ে যান।
আরো পড়ুন : আর নয় চিন্তা! শীঘ্রই মুদ্রাস্ফীতি থেকে মিলবে রেহাই, দাম কমবে খাদ্যপণ্যেরও, সামনে এল বড় আপডেট
তবে মাস চারেক আগে কাটোয়া (Katwa) থানার ট্রাফিক ওসি হিসেবে ফের এখানে এসেছেন। এলাকায় বেশ তার নাম ডাক। এমনকি একজন স্বচ্ছ, সৎ, দক্ষ পুলিশ অফিসার হিসেবেই সেখানে তার পরিচিতি। জীবনের ২৪ ঘণ্টা তো দেশ রক্ষা করতে করতেই কেটে যাচ্ছে দেশ সেনাদের। তার মধ্যে জীবনে যতখানি উপভোগ করা যায় সে সময় টুকু হাতছাড়া করতে চাননি স্নেহাশীষ চৌধুরী।