কুর্নিশ পুলিশদের,কখনো গান গাইলেন, কখনো গরিব মানুষের হাতে অন্ন তুলে দিলেন অফিসার দেবাশীষ ধর

 

বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আক্রান্তের সংখ্যাও প্রচুর বেশি।

আমেরিকাতে ইতালি ও স্পেনের মতন উন্নতশীল দেশ গুলিতেও করোনার থাবায় মৃত্যুমিছিল অব্যাহত। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে গত ২৩ শে মার্চ থেকে সারা ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।

করোনার সংক্রমণ রুখতে লকডাউন সফল করতে লাঠি ছেড়ে গান ধরলেন উর্দিধারী পুলিশকর্তারা। শাহরুখ খান ও রানী মুখার্জি অভিনীত জনপ্রিয় সিনেমা “চালতে চালতে” সুরে গান ধরলেন উর্দিধারী পুলিশকর্তা।

IMG 20200407 WA0029

“দূরে দূরে থাকো

সরে সরে থাকো

হাত ধুয়ে থাকো

মাস্ক পড়ে থাকো

অযথা আতঙ্ক ছড়িয়েও না

করোনা করোনা
করোওওওনা

করোনাকে বাড়তে দেবো না

“https://youtu.be/lmsct4Rl4N4

আইপিএস দেবাশীষ ধর বলেন আমরা শুধু খাতায়-কলমে আইপিএস হয়নি,আমরা প্রতিনিয়ত মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছি, গোটা পৃথিবী সহ ভারত যখন করোনার সঙ্গে লড়াই করছে সেই সময় কর্মরত এরিয়ার যেসব মানুষ লটডাউন অবস্থায় গৃহবন্দী হয়ে আছে যাদের কাছে কোন খাবারের যোগান নেই সেইসব মানুষের পাশে দাঁড়াচ্ছি দীর্ঘদিন ধরে,এছাড়া ব্যারাকপুর চিড়িয়ামোড়,টিটাগর, আগরপাড়া একাধিক মোর এলাকায় গান করে মানুষকে উৎসাহিত করছি, যাতে মানুষ এই গৃহবন্দি অবস্থায় যে লড়াই করছে তার জন্য আমরা একটু আনন্দ দেওয়ার ব্যবস্থা করছি শুধু করোনা ভাইরাস যতদিন মানুষের বিপদ চলবে ততদিন আমরা মানুষের পাশে দাঁড়াবো। পুলিশ অফিসারের পাশে দাঁড়িয়ে সমাজের আরো বিশিষ্ট মানুষরা৷

Udayan Biswas

সম্পর্কিত খবর