বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) মোকাবিলায় বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার (akshay kumar)। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রথমে ২৫ কোটি ও তারপর আরও ৩ কোটি অনুদান দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্বাস্থ্য কর্মী, পুলিসকর্মীদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
এবার পালা পাল্টা ধন্যবাদ জানানোর। এর আগেই অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছিল। এবার সেই গানই শোনা গেল দিল্লি পুলিসের আধিকারিক রজত রাঠৌরের কণ্ঠে। গিটার বাজিয়ে এই গানটি গেয়েছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন, ‘সেই সব হিরোদের কুর্নিশ যারা এই মহামারির সময়েও লড়ে চলেছেন।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রজত। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। করোনা যুদ্ধে যারা প্রথম সারির সৈনিক, সেই স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী, পুলিস কর্মীদের সম্মান জানিয়েও বানানো হয়েছে এই গান।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা মোকাবিলায় মুম্বই পুলিস ফাউন্ডেশনকে ২ কোটি টাকা অর্থসাহায্য করেছেন অক্ষয়। সোমবার মুম্বই পুলিস কমিশনার টুইট করে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে। উত্তরে করোনায় মৃত মুম্বই পুলিসের দুই হেড পুলিস কনস্টেবল চন্দ্রকান্ত পেন্দুরকর ও সন্দীপ সুরভেকে শ্রদ্ধা জানিয়ে অক্ষয় বলেন, তাঁর কর্তব্য তিনি করেছেন। সেই সঙ্গে অন্যদেরও এগিয়ে আসার আবেদন জানিয়েছেন অক্ষয়।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারসে ২৫ কোটির অনুদান দিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, ২৫ কোটির পর আরও তিন কোটি টাকা করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করেন বলিউডের ‘খিলাড়ি কুমার’। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয়।
তারপর থিয়েটার কর্মীদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। লকডাউনে তাদের দুর্দশার কথা শুনে চলতি মাসের বেতনের ব্যবস্থা করেছেন অভিনেতা।