‘প্রতিবাদ করতে জানি’ খোল করতাল হাতে গান পুলিশ কর্মীদের! প্রশংসা পেল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ হাতে খোল করতাল নিয়ে দেশাত্মবোধক গান গাইছেন পুলিশ (police) কর্মীরা। বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ভাইরাল ভিডিও (viral video)। তবে ভিডিওটি ঠিক কোন এলাকার, সে সম্পর্কে কিছু জানা না গেলেও, পুলিশ কর্মীদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুলিশ কর্মী হাতে খোল নিয়েছেন এবং তাঁর পাশেরজনের হাতে রয়েছে করতাল। সঙ্গে বাকি পুলিশ কর্মীরা সামনের দিকে লাইন করে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁদের উৎসাহ দিচ্ছেন এবং মাঝে মাঝে গলাও মেলাচ্ছেন।

https://www.facebook.com/100001158272998/videos/4452825158127548/

গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তাঁরই গাওয়া ‘মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’- এই গান গাইতে দেখা যায় পুলিশ কর্মীদের।

তবে ভিডিওটি ঠিক কোন জায়গার তা জানা না গেলেও, এই ঘটনাটি কোন এক কিংবা সম্প্রতি পেরিয়ে আসা স্বাধীনতা দিবসের বলেই মনে করা হচ্ছে। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীদের সামনে পতাকা উত্তোলন করা হয়েছে এবং তাঁরা সকলেই ‘সেরিমনিয়াল উর্দি’ পরিহিত অবস্থায় রয়েছে। সাধারণত স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস পালনের কর্মসূচীতে ক্রস বেল্টসহ এইধরনেরই পোশাক পড়তে দেখা যায় পুলিশ কর্মীদের।

এই ভিডিও যে স্থানেরই হোক না কেন, পুলিশ কর্মীদের গলায় এই দেশাত্মবোধক গান এবং সম্পূর্ণ আয়োজন সবকিছু মিলিয়ে, এই ভিডিও মন ছুঁয়ে গেছে নেটনাগরিকদের। সেইকারণে গত কয়েকঘন্টা ধরে, নেটদুনিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে এই ভিডিও। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর