Bangla Hunt Desk: পুলিশ (Police) কর্মীদের মেদ ঝরাতে এক অভিবনব উদ্যোগ নিল উত্তরপ্রদেশ (Uttarpradesh) সরকার। উত্তরপ্রদেশের ফারুকাবাদের পুলিশ কর্মীদের ফিট এণ্ড ফাইন করে তুলছে তালিকা তৈরি করছে সরকার। যে সকল পুলিশ কর্মীদের বয়স ৫০ পেরিয়ে গেছে এবং যাদের শারীরিক ওজোন ৮০ কেজির বেশি তাদের নামের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীতে সৈন্যদের শারীরিক নানান বিধিনিষেধ রয়েছে। শারীরিক ওজোন নিয়ন্ত্রণে রাখতে তাদের নানা রকম কসরত করতে হয়। এবার থেকে পুলিশ কর্মীদেরও শারীরিক ওজোন নিয়ন্ত্রণে রাখতে ফিটনেসের ওপর জোর দেওয়া হচ্ছে।
সরকারী মতে, প্রথমে যখন পুলিশ কর্মীরা কাজে নিযুক্ত হন, তখন তাদের অন্যান্য পরীক্ষার পাশাপাশি শারীরিক ওজোনের বিষয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রথম পর্বে ঠিক থাক থাকলেও, চাকরী পাওয়ার পর বেশিরভাগ পুলিশ কর্মী একটি আরামদায়ক জীবনধারায় অভ্যস্ত হয়ে পড়েন। যার ফলে তাদের শরীর অনেক মোটা হয়ে পড়ে । কাজের প্রতি অনীহা চলে আসে।
এইভাবে দেখা যায়, ধীরে ধীরে অনেক পুলিশ কর্মী উচ্চ আরামদায়ক রক্তচাপ, হার্ট এবং ডায়াবেটিসের মত রোগের কবলে পড়ছেন। নিজেদের শরীরের বিষয়ে বেশি নজর দিতে গিয়ে তারা তাদের কাজের প্রতি গুরুত্ব হারাচ্ছে।
সেই সকল পুলিশ কর্মীদের জন্য উত্তরপ্রদেশ সরকার নিয়ে এল এক অভিনব উদ্যোগ। এবার থেকে ৫০ বছরের বেশি বয়স্ক এবং ৮০ কেজির বেশি ওজোন যে সকল পূলিশ কর্মী তাদের নামের তালিকা প্রস্তুত করা হবে। এই পুলিশ কর্মীদের শারীরিক কসরত করে, ঘাম ঝরিয়ে তাদের ওজোন নিয়ন্ত্রণে আনার একটা সুযোগ দিচ্ছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে যোগব্যায়াম, অনুশীলন এবং মাঠে দৌড় ইত্যাদির মাধ্যমে ওজন হ্রাস করে ফিটনেসের শংসাপত্র দিয়ে তিনি আবার তাঁর দায়িত্বে ফিরতে পারবেন।