বাংলাহান্ট ডেস্ক : বিগত ২ বছর যাবৎ রাজ্যে করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল-কলেজ। মাঝে নবম শ্রেণি থেকে কলেজ অবধি হাতে গোনা কয়েক দিনের জন্য ক্লাস শুরু হলেও এক গলা জলেই প্রাথমিক স্তরের শিক্ষা। এবার স্কুল কলেজ খোলার দাবিতে সরব হয়েছে বিজেপি। সেই মতন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিধায়কদের একটি দল এদিন বিকাশভবনে যেতে চাইলে আটকে দেওয়া হল তাঁদের। ঘটনার জেরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরে।
এদিন, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি খোলার দাবিতে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে বিকাশ ভবন যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, মনোজ টিগগা সহ আরও কয়েকজন বিধায়ক। কিন্তু বিকাশ ভবনের গেটের ৫০০ মিটার দূরেই আটকে দেওয়া হয় তাঁদের। এর পরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু।
তিনি বলেন, ‘আমি কি মাওবাদী? আমার নামে কি হুলিয়া জারি রয়েছে? আমি এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থী? তাহলে আমার রাস্তা আটকাচ্ছেন কেন?’ তিনি আরও বলেন, ‘সচিবের থেকে সময় চেয়েই এসেছিলাম। তিনি বলেন ৪টের সময় হবে না, ৫টায় আসতে হবে। সেই সময়েই যাচ্ছিলাম আমরা, তবুও পুলিশ আমাদের আটকায়’। তাঁর দাবি, ‘২০০ জনকে নিয়ে বিয়েবাড়ি চলতে পারলে, ডান্সবার চলতে পারলে ৩০ জনকে নিয়ে স্কুল খোলা যাবে না কেন?’
শুভেন্দু অধিকারী আরও জানান গ্রামেগঞ্জে ঘুরে তিনি দেখেছেন বাচ্চারা সাধারণ পড়াশোনা ভুলতে বসেছে। বহু এলাকাতেই ইন্টারনেট পরিষেবা নেই, ট্যাব নেই অধিকাংশের হাতেই। এদিন সেই সমস্ত বিষয়েই শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বৈঠকের বদলে মিলল বাধা। যদিও ‘এবার থেকে রোজ একজন বিজেপি নেতা বিকাশ ভবনে আসবেন, দেখি পুলিশ কী করে’ এদিন এই হুঁশিয়ারিই শোনা যায় বিরোধী দলনেতার গলায়।
সম্প্রতি রাজ্যে প্রাথমিক স্তরের শিক্ষাকে আবারও চালু করতে শুরু হয়েছে পাড়ায় পাঠাগার প্রকল্প। সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু এর পরও প্রকৃতভাবে স্কুল খোলার দাবিতে সরব বিরোধীরা। কোথায় গিয়ে দাঁড়াবে পড়ুয়াদের ভবিষ্যৎ, কবে খুলবে স্কুল, এই প্রশ্ন থেকেই যাচ্ছে ২ বছর পর ও।