লকডাউনের আইন অমান্য করায় রাস্তায় যোগা করাল মুম্বাই পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (CoronaVirus) মহামারী লাগাতার বেড়েই চলেছে। গোটা দেশে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন (Lockdown) জারি আছে। সরকার করোনা ভাইরাসের (COVID-19) থেকে দেশকে এবং দেশের জনগণকে বাঁচাতে ঘরে থাকার নির্দেশ জারি করেছে। কিন্তু এখনো কিছু মানুষ এই লকডাউনের লঙ্ঘন করে চলেছে। যদিও, পুলিশও এখন কড়া ভাবে এই লঙ্ঘনকারীদের হ্যান্ডেল করছে। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুর থেকে এমনই এক মামলা সামনে এলো। সেখানে জনতা লকডাউনের লঙ্ঘন করছি, পুলিশ তাঁদের ধরে যোগা করায়। যদিও যোগা করানোর সময় সোশ্যাল ডিস্টেন্সের কথা মাথায় রাখা হয়েছিল।

মহারাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসের ৭২ টি নতুন মামলা পাওয়া গেছে। যার মধ্যে ৫৯ টি মামলা শুধু মুম্বাইতেই। এর সাথে সাথে রাজ্যে মোট করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ৩০২ হয়ে গেছে। গোটা মহারাষ্ট্রে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

লকডাউনের সময় গোটা দেশ থেকে অনেক মামলাই সামনে আসছে। প্রশাসনের হাজার চেষ্টার পরেও মানুষ ঘর থেকে বাইরে বেরোচ্ছেই। আজ উত্তর প্রদেশ, বিহার, কর্ণাটক থেকেও এরকম অনেক মামলা সামনে এসেছে।

করোনার মহামারীকে থামাতে দেশজুড়ে জারি লকডাউনের লঙ্ঘনে পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। লকডাউনের সময় অকারণে রাস্তায় বের হওয়া মানুষদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে লকডাউনের নিয়ম পালন করার জন্য ১৮৫ টি নাকা চেকিং লাগানো হয়েছে। গত ৩০ মার্চ লকডাউনের লঙ্ঘন করার ২৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর