আত্মসমর্পণ করো! গণধর্ষণে অভিযুক্তর বাড়িতে বুলডোজার ও বাজনা নিয়ে পৌঁছল যোগীর পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ পুলিশের বুলডোজার ক্রমশ গর্জে উঠছে অপরাধীদের ওপর। গণধর্ষণ অভিযুক্তের বাড়িতে এবার বুলডোজার নিয়ে অভিযান চালালো পুলিশ। বাড়ির সামনে ঢোল বাজানোর সঙ্গে সঙ্গেই বুলডোজার দ্বারা সিঁড়ি ভেঙে ফেলা হয়। পাশাপাশি পুলিশ জানায়, অভিযুক্তরা আত্মসমর্পণ না করলে বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হবে।

সম্প্রতি উত্তর প্রদেশের চিলকানা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর কিশোরীর পরিবার গ্রাম প্রধানের ছেলে আমির ও আসিফের বিরুদ্ধে মামলা করে। এবং তৎক্ষণাৎ এলাকা ছেড়ে পালায় আসামিরা। বহুবার অভিযান চালিয়েও যখন অভিযুক্তদের কোনো খোঁজ মেলেনি তখন বৃহস্পতিবার চিলকানার SO সত্যেন্দ্র কুমার রাই বুলডোজার ও ড্রাম নিয়ে অভিযুক্তের বাড়িতে পৌঁছান। এরপর বাড়ির বাইরে তৈরি সিঁড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয় এবং রাতের মধ্যে অভিযুক্তরা থানায় আত্মসমর্পণ না করলে আগামীকাল যে পুরো বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে সে বিষয়ে হুঁশিয়ারি দেন এসও।

   

সাব ইন্সপেক্টর সিটি রাজেশ কুমার জানিয়েছেন যে, চিলকানায় গণধর্ষণ এ অভিযুক্তদের বাড়িতে বুলডোজার নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

অপরদিকে পাওয়া খবর অনুযায়ী, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ও প্রশাসনের দল চিলকানার দুমঝেদা গ্রামে অভিযুক্তের বাড়ি পৌঁছায়। বৃহস্পতিবার নায়েব তহসিলদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে পৌঁছান এবং জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে গ্যাংস্টার হিসেবে অভিযুক্ত জামশেদের বাড়ি থেকে সম্পত্তি হিসাবে একটি বাইক বাজেয়াপ্ত করা হয়।

নায়েব তহসিলদার বলেছেন যে, জামশেদের বিরুদ্ধে গো হত্যা, চুরি, ডাকাতিসহ মাদক চোরাচালান ইত্যাদির মামলা করা হয়েছে, যার বিরুদ্ধে আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হয়। জামশেদের কাছে সম্পত্তি হিসেবে আপাতত একটি মাত্র বাইক নেওয়া হয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর