পুলিশ নিয়োগ দুর্নীতি! মামলা গড়াল আদালত অবধি

   

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন হাজার হাজার পরীক্ষার্থী। মামলার জটে কার্যত থমকে গিয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনও অবধি স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ কার্যত বিশ বাঁও জলে। কিন্তু এরই মধ্যে আবার দুর্নীতির অভিযোগ উঠল রাজ্য পুলিশ নিয়োগে। দুর্নীতি মামলায় আদালত অবধি গড়াল।Civic Volunteer

মামলাকারীদের আইনজীবীর তরফে জানানো হয়েছে 2017 ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে পুলিশ নিয়োগের ক্ষেত্রে হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারদের মধ্যেই হোমগার্ড পুলিশদের কমপক্ষে তিন বছর এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য পাঁচ বছরের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থাকলে মোট 25 শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। সেই হিসেবে ওই শূন্য পদে রাজ্য থেকে প্রায় পাঁচ লক্ষ হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ার পরীক্ষা দিয়েছিলেন।

অথচ চলতি বছরের সেপ্টেম্বর মাসেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তালিকা প্রকাশিত হলেও যে সমস্ত সিভিক ভলান্টিয়ার হোমগার্ড আট বছরে কর্মদক্ষতা সম্পন্ন তাঁদের নাম তালিকায় ছিল না আর এই অভিযোগ তুলেই রাজ্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন চাকরি প্রার্থীরা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে কখনও রাজ্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি প্রকাশ্যে আসেনি। এমনিতেই সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ড পুলিশ নিয়োগের ক্ষেত্রে শারীরিক দক্ষতা এবং কর্মক্ষমতার পরীক্ষা নেওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হয়। যদিও পুলিশ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটি কিছুটা হলেও কঠিন। তবে যেহেতু অন্যান্য সরকারি ক্ষেত্রের মতো সংরক্ষণ ছিল তাই কয়েক হাজার পদের জন্য লক্ষ লক্ষ হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তাদের তালিকায় উঠল না নাম।

সম্পর্কিত খবর