বাংলা হান্ট ডেস্কঃ দেশের জন্য সর্বদা প্রাণ দিতে প্রস্তুত তারা, প্রাণের ঝুঁকি তাদের কাছে কোনও বড় ব্যাপার নয়। আর তাই যখন তারা দেখেন অন্য কেউ প্রাণ সংকটে, নিজের সংকটের কথা চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েন বারবার। ভাইরাল ভিডিওর (Viral Video) মাধ্যমে এমনই এক দৃশ্য সামনে এলো আরও একবার। পুলিশকর্মীর এই সাহসিকতাকে এখন কুর্নিশ জানাচ্ছেন সকলেই।
জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে দিল্লির ফরিদাবাদ সেক্টর ২৮ মেট্রো স্টেশনে। স্টেশনের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন এক মহিলা। সেই সময় ঘটনাস্থলে পৌঁছান এক পুলিশকর্মী। কার্যত সমস্ত ঝুঁকিকে তুচ্ছ করে কার্নিশে নেমে আসেন তিনি। ঝাঁপ দিতে যাওয়া ঐ মহিলার হাত ধরে ফেলেন। সাথে সাথেই অন্য এক পুলিশ কর্মীও এসে মহিলাটিকে শান্ত করার চেষ্টা করেন। পুলিশের তৎপরতাতেই এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে উদ্ধার পেলেন ওই মহিলা।
পুলিশের এই দুরন্ত উদ্যোগকে এখন সাধুবাদ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সাই এক্সপোর্ট কোম্পানি নামক একটি সংস্থায় কাজ করেন দিল্লির ওই মহিলা। গত কয়েকদিন যাবত নিজের চাকরি জীবনে নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি। যার জেরে তৈরি হয়েছিল চূড়ান্ত অবসাদ। সেই অবসাদ থেকেই আত্মহত্যার চেষ্টা।
মহিলাকে শান্ত করার পর সাথে সাথেই পুলিশ ঘটনা বিস্তারিত জানায় তার পরিবারকে। মানসিক অবসাদ কাটানোর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়। ওই মহিলার অবশ্য কোনও ক্ষতি হয়নি, কিন্তু সঠিক সময় পুলিশ ব্যবস্থা না নিলে আরেকটি প্রাণ যে ওখানে নষ্ট হতো তা বলাই বাহুল্য। সেই কারণেই এখন ওই পুলিশকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের একাংশ। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ऐसा #फ़िल्मों में भी नहीं होता।
जान देने पर अमादा #लड़की को जान हथेली पर रख कर बचाया।
जाँबाज़ #पुलिस कर्मी को बधाई। #कहो_ना_कहो pic.twitter.com/sPZ5bjkZOm
— People’s Police – Faridabad Police (@FBDPolice) July 24, 2021