বাংলাহান্ট ডেস্ক : ৭ দিনের মধ্যে থানায় হাজিরা দিতেই হবে, এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এহেন ফতোয়া শোনালো পুলিশ। একাধিক অভিযোগে মামলা ঝুলে রয়েছে তাঁর নামে। আর সেই মামলার কারণেই তাঁকে এক সপ্তাহের মধ্যে থানায় তলব করল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ।
জানা যাচ্ছে, গত ১৬ মার্চ বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় অবৈধ ভাবে জমায়েত, মহামারী পরিস্থিতির মধ্যেই জমায়েত, অনুমতি না নিয়ে মিটিং মিছিল, পুলিশের কাজে বাধা দেওয়া প্রভৃতি একগুচ্ছ অভিযোগ আনা হয়। আর এই মামলার জেরেই শুভেন্দুকে থানায় তলব করেছে পুলিশ।
এই মামলায় হাজিরা দেওয়ার নোটিশটি শুভেন্দু অধিকারীকে কাঁথি থানার মারফত পাঠিয়েছেন ওই মামলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক। কিন্তু এই বিষয়টির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতার আইনজীবী। তাঁর আইনজীবী অনির্বাণ চক্রবর্তীর দাবি, পুলিশ এভাবে কোনও মতেই নোটিশ দিতে পারে না শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘এভাবে নোটিশ দেওয়ার পুরো বিষয়টিই অনৈতিক। এইভাবে কোর্টের অর্ডার অমান্য করে পুলিশ নোটিস দিতে পারে না। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে কোনও মামলায় তলব করতে হলে বা তাঁর বয়ান রেকর্ড করতে হলে তাঁর নির্ধারিত সময়ে তাঁর নির্ধারিত জায়গায় এসে তা করতে হবে। এক্ষেত্রে তার কিছুই মানা হয়নি।’
ইতিমধ্যেই এই নোটিশের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার এবং মামলার তদন্তকারী আধিকারিককে চিঠি দিয়েছেন আইনজীবী। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকে তলব করতে হলে শুভেন্দু অধিকারীর থেকেই স্থান এবং সময় নির্ধারণ করাতে হবে। তা করা না হলে আইনী পথে হাঁটবেন বিরোধী নেতা। স্বভাবতই শুভেন্দু অধিকারীকে থানায় তলবের খবর প্রকাশ্যে আসতেই তুমুল জল্পনা এবং শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।