সমবেত ভাবে গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাল পুলিস, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ‍্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।
প্রথম দফায় ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষনা হয় ভারতে। তারপর দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ৩রা মে করা হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। খোলা শুধু মাত্র জরুরি পরিষেবা। পুলিস, চিকিৎসক, স্বাস্থ‍্যকর্মীরা নেতৃত্ব দিচ্ছেন করোনা যুদ্ধে। এই পরিস্থিতিতে বহু ঘটনা দেখেছে সারা বিশ্বের মানুষ। লকডাউন অমান‍্য করায় মানুষকে রীতিমতো কড়া হাতে দমন করেছে পুলিস। আবার তাদের মানবিক মুখও দেখেছে সকলে।

IMG 20200418 WA0001 1

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে সমবেত ভাবে জন্মদিনের গান গাইতে দেখা গিয়েছে পুলিসদের। তবে এই ভিডিও এখানকার নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের। সেদেশে এক বাবা পুলিসকে জানান যে তার ছেলের জন্মদিন। কিন্তু লকডাউন চলায় কেউ আসতে পারেনি। স্বাভাবিক ভাবেই ছেলের মন খারাপ। তাই পুলিসরাই উদ‍্যোগ নেয় তার মুখে হাসি ফোটাতে।
ভিডিওতে দেখা যায়, লাইন দিয়ে ছেলেটির বাড়ির সামনে এসে দাঁড়ায় পুলিসের গাড়ি। তারপর সকলে মিলে তারা একসঙ্গে গেয়ে ওঠে ‘হ‍্যাপি বার্থডে টু ইউ’। জানায় জন্মদিনের শুভেচ্ছা। তারপর আবার একই ভাবে চলে যায় গাড়ির সারি। এমন অভিনব শুভেচ্ছা বার্তা পেয়ে ছেলেটির মুখেও হাসি।

https://www.instagram.com/p/B_EXzmpjBEq/?igshid=y4v3vy81s1aa

এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। অভিনেতা রিতেশ দেশমুখও নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন। নেটিজেনরাও প্রশংসা করছেন পুলিসের মানবিকতার।

Niranjana Nag

সম্পর্কিত খবর