বাংলাহান্ট ডেস্কঃ কাঁথি পুরসভা থেকে ত্রাণের ত্রিপল চুরির ঘটনায় আধা সামরিক বাহিনীর কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো দুই জওয়ান আবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তারক্ষী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
দুর্ঘটনা কবলিত এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, গত ২৯ শে মে কাঁথি পুরসভা থেকে সেই ত্রিপল চুরি গিয়েছে। ত্রাণের জন্য রাখা লক্ষ লক্ষ টাকার ত্রিপল চুরির ঘটনায় কয়েকজন সশস্ত্র বাহিনীর জওয়ানের নাম উঠে এসেছে।
এই ঘটনায় যে ট্রাকে করে ত্রিপল নিয়ে যাওয়া হয়েছিল, সেটিকেও আটকে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। এমনকি চালকদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর।
অভিযোগ, ত্রিপল চুরির ঘটনায় তাঁদের হাতেনাতে ধরে ফেলেন পুর কর্মীরা। এবার ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় পুলিশ। জানা গিয়েছে, তাঁদের মধ্যেকার দুই জওয়ান আবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী। এই ঘটনার জেরে পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না, গত ১ লা জুন শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী-সহ ৪ জনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন।