বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর প্রতিবাদে গর্জে উঠেছিল জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একাংশ। পথে নেমে প্রতিবাদ থেকে আমরণ অনশন, একাধিক কর্মসূচি করেছিলেন তাঁরা। সেই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা। এবার তাঁদের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। অনিকেত সহ ৭ জনকে তলব করল পুলিশ।
আরজি কর (RG Kar Case) আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। এরপরেই আন্দোলনে নামে জুনিয়র ডাক্তারদের একটি বৃহৎ অংশ। তিলোত্তমার ন্যায়বিচার সহ একাধিক দাবিতে সরব হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার তাদের অন্যতম ‘মুখ’ অনিকেত সহ ৭ জনকে তলব করা হল।
জানা যাচ্ছে, জুনিয়র ডক্টরস ফ্রন্টের আয়ের উৎস কী? সেটা জানতে রাজু ঘোষ নামের একজন অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahata) সহ ৭ জনকে তলব করেছে বিধাননগর পুলিশ।
আরও পড়ুনঃ ধুঁকছে রাজ্যের বহু প্রাথমিক স্কুল! পড়ুয়া টানতে এবার বিরাট পরামর্শ দিলেন অনুব্রত মণ্ডল
আগামীকাল আরজি কর (RG Kar Case) নির্যাতিতার জন্মদিন। ঘটনাচক্রে সেদিনই ধর্ষণ খুনের ঘটনার ৬ মাস হচ্ছে। সেই দিনটিকে কেন্দ্র করে চিকিৎসক সমাজের প্রতিনিধিদের তরফ থেকে নানান কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তার ঠিক ২৪ ঘণ্টা আগে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অর্ণব মুখোপাধ্যায়, অনিকেত মাহাতো, রাজু সাউ সহ মোট ৭ জনকে তলব করল পুলিশ।
জুনিয়র চিকিৎসকদের আর্থিক তহবিলের (WBJDF) উৎস জানার জন্যই তাঁদের তলব করা হয়েছে বলে খবর। এই বিষয়ে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের কাছে অভিযোগকারী রাজু ঘোষ বলেন, ‘বিধাননগর কমিশনারেটের পাশাপাশি বিধাননগর আদালতেও অভিযোগ করেছি। এই কয়েকজন জুনিয়র চিকিৎসক ‘জাস্টিস ফর আরজি কর’ বলে বাজার থেকে টাকা তুলেছে। প্রথমে এই বিজ্ঞাপন দেখার পর আমিও ৫০০০ টাকা দিই। এরপর আমি দেখি এমন বহু অ্যাকাউন্ট সমাজমাধ্যমে ঘুরছে। কিছু ব্যক্তিগত কিউআর কোডও রয়েছে। এরপর আমি নানান জায়গায় অভিযোগ করি’।
রাজু জানান, পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় বিধাননগর আদালতে অভিযোগ করেন। তাঁর কথায়, ‘আমি জানতে পেরেছি, জুনিয়র চিকিৎসকদের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ঢুকেছে। কোন খাতে টাকা ঢুকছে, কী খরচ হচ্ছে সেটা জানতেই আমি অভিযোগ করেছি’। এবার তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই আরজি কর (RG Kar Case) আন্দোলনের অন্যতম মুখ অনিকেত সহ ৭ জনকে তলব করল পুলিশ। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।