তথ্য ফাঁসের দিন শেষ! এবার ফাইল চালাচালিতেও চলবে পুলিশি নজরদারি! নবান্ন নিয়ে বিরাট সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের পর থেকে একাধিক বিষয়ে কড়া বার্তা দিয়েছে সরকার। এর আগে ভেতরকার খবর বাইরে চলে যাচ্ছে বলে নবান্নের (Nabanna) কর্মীদের (Government Employee’s) কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠকে থেকে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইস্যু ছিল, কার মারফত ভেতরকার কথা বাইরে স্প্রেড হচ্ছে?

সেই সময় মমতা নির্দেশ দেন, তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল বাইরে রেখে ঢোকেন, তেমনই এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দফতরে ঢোকার সময়ও বাইরে রেখে ঢুকতে হবে। এতদিন এই কাজ কেউ করতেন না। আর মোবাইলের পর এবার ফাইলের গতিবিধির উপর নজর রাখবে পুলিশ। জানা গিয়েছে কোন দপ্তর থেকে ফাইল বা নথি কোন দপ্তরে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছেন, এই সব দিকেই এবার নজর রাখবে পুলিশ।

হঠাৎ নজরদারির কারণ কী? প্রসঙ্গত গত মাসে নবান্ন বৈঠকে থেকে মমতা বলেছিলেন, সব খবর বাইরে চলে যাচ্ছে। নবান্নে সিসিটিভি আরও জোরদার করুন। সার্ভিলেন্স হচ্ছে না। এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে ডেকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই বেশ কিছু দপ্তরে ফোন নিয়ে ঢোকা হয়েছে। আর এবার সরকারি নথির ওপর কড়া নজরদারি রাখবে পুলিশ।

nabanna mamata 2

আরও পড়ুন: সাতসকালে হাইকোর্টে ছুটলেন শুভশ্রী, মিঠুন, ঋত্বিক! কী নিয়ে ঝামেলা? তুমুল শোরগোল

সরকারি নথি বেআইনিভাবে বাইরে চলে যাওয়ার বিষয়ে লাগাম দিতেই মুখ্যমন্ত্রীর কড়াকড়ির পর এমন সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে প্রয়োজনে কয়েকটি দপ্তরের বাইরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। আপাতত কড়া নজরদারি চলবে স্বরাষ্ট্র, অর্থ এবং স্বাস্থ্যদপ্তরে। ফাইলের গতিবিধিতে পুলিশি নজর রাখবে। তারপর নির্দিষ্ট সময় অন্তর পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই রিপোর্ট দেবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর