সনাতন গরাই,দুর্গাপুর:সোমবার দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশকে তোলা না দেওয়ার কারণে একটি মাছের গাড়িকে ধাওয়া করে ধরে ও প্রচন্ড মারধর করে, সেই ঘটনাই দুর্গাপুরের ব্যাবসায়ী মহলে বিরাট ক্ষোভের সৃষ্টি হয়েছিলো।পরে সাধারণ মানুষের কাছে গণধোলাই খেয়েছিল ওই পুলিশকর্মীরা।আবারও অভিযোগ উঠেছিল সোমবার রাতে কিছু পুলিশ কর্মী হানা দিয়েছিল ওই মাছের বাজার ঘোষ মার্কেটে।পুলিশের ওই কর্মকান্ডের জেরে মাছ আসা বন্ধ হয়ে যায় দূর দুরন্ত থেকে।
এর পর মাছ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন।তাদের অভিযোগ পুলিশ যখন তখন মাছের আরোতে হানা দেয়।পুলিশের অত্যাচার বন্ধের জন্য বুধবার মাছের বাজার বন্ধ রেখে বিক্ষোভ দেখায়।তারা জানান পুলিশের অত্যাচার এবং তোলাবাজি বন্ধ না করলে ধর্মঘট উঠবে না বলে জানান।
আসানসোল দুর্গাপুর পুলিশসুপার অভিষেক মোদি জানান নিউটাউনসিপ থানার ইনচার্জ শৈলেন মন্ডলকে সাসপেন্ড ও দুই সিভিক কর্মীকে বরখাস্ত করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
এই বিষয় নিয়ে দুর্গাপুরের মানুষ ক্ষোভে ফটছে।তবে কি তোলাবাজি বন্ধ হবে,নাকি ভবিষ্যতে আবার ও এই তোলাবাজি চলবে।