বাংলা হান্ট ডেস্ক : দুর্বিষহ অবস্থা পশ্চিমবঙ্গের পুলিসের। প্রাণের ভয়ে খাটের নীচে লুকিয়ে ছিলেন। তাতেও চেষ রক্ষা হল না। সেই পুলিস কর্মীদের (police) টেনে বার করে চলল বেধড়ক মার। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হল কালিয়াগঞ্জ (Kaliaganj)। থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পুলিসকর্মীরা। সেখানে ঢুকেই হামলা চালাল দুষ্কৃতীরা।
ওই বাড়ির বাসিন্দারা জানান, ক্ষুব্ধ মানুষের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে তাঁদের বাড়ি ঢুকে পড়েছিলেন কয়েকজন পুলিস কর্মী। মানবিকতার খাতিরে তাঁরাও আশ্রয় দিয়েছিলেন। খাটের নীচে লুকিয়ে পড়েছিলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই দলে দলে লোক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। তাণ্ডব শুরু করে গোটা বাড়ি জুড়ে। খাটের নীচ থেকে ওই পুলিস কর্মীদের টেনে বের করে চলে বেধড়ক পেটানি (police got beaten)। বারবার প্রাণভিক্ষার চাইলেও সে কথা তোলেননি কেউই।
ঘরে আটকে রেখে পুলিসকর্মীদের পেটাচ্ছে উত্তেজিত জনতা! ভয়াবহ ভিডিও কালিয়াগঞ্জ থেকে pic.twitter.com/sdTbFej6O2
— Bangla Hunt (@BanglaHunt) April 26, 2023
ঘটনায় আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন ওই বাড়ির বাসিন্দারা। তাণ্ডব চালানোর সময় তাঁদের বাড়িতে ওই দুষ্কৃতীরা লুঠপাটও চালায় বলে অভিযোগ। টাকা ও ঘরে থাকা বেশ কিছু গয়না নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। জখম পুলিসকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়।
আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে ভয়ংকর অবস্থার সমষ্টি হয়। পুলিসকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি তাড়া করে পুলিসও। ছোড়া হয় হয় কাঁদানে গ্যাসের শেল।
তখনকার মতো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। একটু পর আবারও উত্তেজনা ছড়ায় এলাকায়। দুপুরের পর আবার বিক্ষোভকারীদের জমায়েত হয় থানার সামনে। একদল লোক এসে থানায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য পুলিসও থানা ছেড়ে পালাতে বাধ্য হয়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট